বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম কোয়ার্টার-ফাইনালে প্রাধান্য দেখিয়েই জয় তুলে নিয়েছে গোপীবাগের ক্লাবটি।
ম্যাচের ১০ মিনিটে ফরোয়ার্ড জুয়েল রানার চমৎকার এক গোলে ব্রাদার্স এগিয়ে যায়। বক্সের ঠিক বাইরে থেকে আরেক ফরোয়ার্ড রুবেল মিয়ার শট ক্রসবারে লেগে ফিরে এলে জুয়েল হেডে লক্ষ্যভেদ করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে ফেলে ব্রাদার্স। ৫৫ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে অসাধারণ শটে নাইজেরীয় মিডফিল্ডার সিমন বল জালে জড়ান।
ছয় মিনিটের ব্যবধানে একটি গোল করে বিজেএমসি ব্যবধান কিছুটা কমায়। ডিফেন্ডার খান মোহাম্মদ তারার ফ্রি কিকে নাইজেরীয় মিডফিল্ডার উচে ফেলিক্স আলতো হেডে গোল করেন।
৭৭তম মিনিটে ফয়সাল মাহমুদের ক্রসে জুয়েল রানা ব্রাদার্সের পক্ষে আরও একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নঈমউদ্দিন দলের এই জয়ে দারুণ খুশি।
“এই জয়ের পুরো কৃতিত্ব খেলোয়াড়দের।
যেমনভাবে পরিকল্পনা সাজিয়েছি, খেলোয়াড়রা তা বাস্তবায়ন করতে পেরেছে বলে এই জয় পেতে সহজ হয়েছে। কেউ এককভাবে নয়, প্রতিটি বিভাগের খেলোয়াড়রাই এদিন ভালো খেলছে। ”
বিজেএমসি কোচ আলী আজগর নাসির বলেন, “আমরা প্রত্যাশা মাফিক খেলতে পারিনি বলেই জয় পাওয়া সম্ভব হয়নি। অনুশীলনে ঘাটতি ছিল বলেই ম্যাচে কিছুটা সমস্যা হয়েছে। তাছাড়া আমরা যে দুটি গোল হজম করেছি মূলত রক্ষণভাগের ভুলেই।
”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।