=============================
সে দিন বিকেল চারটা বেজে গেলে
ভোটার সাহেব আসিবার পূর্বে
জনাব গণতন্ত্র সাহেব খুন হয়ে গেলেন;
পুলিশ এসে নিয়ে গেছেন লাশ
পোষ্ট মর্টেম হবে,
ডোম কাটা ছেঁড়া করবে
আর ডাক্তার সাহেব নির্ণয় করবেন
খুনের প্রকৃতি ও কারণ ;
কে ছিলো যম দূত?
শুনেছি খুনীকে সবাই চেনে
তবে তার নাম মুখে আনা মানা
তার নাম মুখে আনলে মৃত্যু অনিবার্য
এমনই শক্তিশালী সন্ত্রাসী সে অনার্য
মাফিয়া চক্রের মহা নায়িকা তিনি’
সঙ্গত কারনে তাই ডাক্তাররা ও আছেন চুপ
আইন আদালত নিজেদের মত করে একদিন
হয়তো খুজে পাবেন মৌলবাদী ভুত;
এখন চলছে আত্মীয় স্বজনের আহাজারী বিলাপ
লাশ নেই তবু বন্ধুদের চলছে কত সব দরদী খোশালাপ
গণতন্ত্র সাহেবের অতীত , বর্তমান, ভবিষ্যত
কৃর্তি-কাহিনী নিয়ে কত যে আলাপ সংলাপ;
গনতন্ত্র সাহেবের পরম শত্রু জামসেদ সাহেব ও
বলে গেলেন – তাহার কোন শত্রু নেই,
তবে আড়ালে আবডালে কেউ কেউ বলেন-
তাহার পরম বন্ধু- কি যেন নাম……………..
না, তার নাম মুখে আনা যাবে না
ফিস্ ফিস্ করছো করো
তবে প্রকাশ্যে বলতে যেও না ঐ ভয়ন্কর নাম
ঘাড়ের উপর মাথা তো একটাই , তাই না?
তাহলে যাহাই জানো না কেন
সকলের মতো চুপ থাকো
আর খুনীর পাশে বসে বগল বাজাও
গণতন্ত্র সাহেবের খুনের জন্য আফসোস করো’
চুক চুক করে শীতের পিঠা পুলি খাও
আর সুযোগে নিজের আখের গোছাও
কারণ সত্যের চেয়ে শক্তি আজ অনেক বড়
সম্পদকেই আজ মানুষ করে বেশী সমীহ
সে যত বড় চোর হোক , ডাকাত হোক
দূর্নীতিবাজ খুনী লম্পট মিথ্যুক হোক।
গণতন্ত্র সাহেবের সৎকারে সবাই স্বশরীরে হাজির
জনাব জামসেদ সাহেব, আরশাদ সাহেব, কমরেড সাহেব
কালোরাম আবুল মফিজ সাহেব সহ সকলে ,
হাসুলি বিবি ও মর্জিনা বিবি স্বশরীরে উপস্থিত হয়নি বটে
তবে গণতন্ত্র সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করিয়া
পত্রিকার পাতায় এই বলিয়া বিবৃতি দিয়াছেন যে,
গণতন্ত্র সাহেবের মহান আত্মত্যাগে আজ আমাদের
দলতন্ত্র সাহেবের পথ সুগম হইয়াছে, গণতন্ত্র সাহেবের
এই আত্মত্যাগ জাতি যুগ যুগ ধরিয়া স্মরণ করিবে,
জয় দলতন্ত্র;
অন্য দিকে আবার গণতন্ত্র সাহেবের অকাল মৃত্যুতে
জনাবা খাদিজা বেগম কাঁদিয়া কাঠিয়া বুক ভাসাইয়া
সাংবাদিক সন্মেলন করিয়া বলিয়াছেন যে-
গণতন্ত্র সাহেবের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করিয়া
জনগণকে সাথে নিয়া অবশ্যই তাহাদের বিচার করা হইবে
দরকার হইলে গনতন্ত্র সাহেবের জন্য প্রাণ বিসর্জন দিবেন।
এ দিকে গণতন্ত্র সাহেবের জমিদারী নিয়ে চলছে
মহামান্য বাঁদরদের যথাযথ পিঠা ভাগাভাগি
ভাগ নিয়ে মারামারি, খুনাখুনি, পায়েতে চুমাচুমি;
আমরাই শুধু হাঁদারাম প্রজা সাধারন চেয়ে চেয়ে দেখি
আর ভাবি :গনতন্ত্র সাহেব
দলতন্ত্র সাহেব
সমাজতন্ত্র সাহেব
স্বৈরতন্ত্র সাহেব
অথবা সামরিক তন্ত্র সাহেব
যে সাহেবই আসুক না কেন
ভাগ্য শুধু পা চাটা কুকুর আর
অসভ্য বাঁদরদেরই পরিবর্তন হয়
আমরা বোকাচোদা জনগণের ভাগ্য সব সময়
আমবস্যার কৃষ্ণ চন্দ্রের মতন
ফক্ ফকে ফক্কাই থেকে যায়।
===============================
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।