আমাদের কথা খুঁজে নিন

   

অপহরণের তিনদিন পর শিশু উদ্ধার: অপহরণকারী আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে একটি শিশুকে অপহরণের তিনদিন পর উদ্ধার করেছে পুলিশ। আটক করেছে অপহরণকারীকে।

অপহূত শিশুটির নাম মো. সোয়াইব রহমান সাদ (৬)। সে উপজেলার ধামোর ইউনিয়নের দানাবীর গ্রামের মো. মাজেদুর রহমান দুলুর ছেলে এবং দানাবীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র।

শিশুটির বাবা মাজেদুর রহমান জানায়, গত শনিবার তার ভাতিজা মাহফুজ রহমানের বৌভাত অনুষ্ঠান ছিল।

দুপুরের পর শিশুটি নিখোঁজ হয়ে যায়। ওই দিনই মাহফুজ রহমান আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে বৌভাত অনুষ্ঠানের ধারনকৃত ভিডিও চিত্র দেখে জেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে আজহারুল ইসলামকে (২৭) অপহরনকারী হিসেবে সনাক্ত করা হয়।

এদিকে অপহরণের পর মোবাইল ফোনে আজহারুল ইসলাম শিশুটির মুক্তিপন হিসেবে পরিবারের কাছে ১০ লক্ষ টাকা দাবী করেন। মুক্তিপনের পাঁচ লাখ টাকা দেয়ার অঙ্গিকারও করা হয় এবং বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা পাঠানো হয়।

অন্যদিকে এ ঘটনার পর অপহরণকারীর পরিবারের সাথে গোপনে যোগাযোগ করা হয়। গতকাল গভীর রাতে আজহারুল ইসলামের ছোটভাই আহসান হাবীবের সহযোগীতায় পার্শ্ববর্তী বোদা উপজেলার ফুলতলা বাজার থেকে অপহূত শিশুসহ আজহারুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাঁকে হাফিজাবাদ ইউপি চেয়ারম্যানের কাছে নিয়ে যাওয়া হয়। ইউপি চেয়ারম্যান মো. শাহাদত হোসেন পুলিশকে খবর দিলে রাতেই আটোয়ারী থানার পুলিশ তাঁকে গ্রপ্তোর করে। পরে পুলিশ শিশুটিকে তার বাবার কাছে ফেরত দেয়।

আটোয়ারী থানার ওসি (তদন্ত) মো. মোজাফফর হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, অপহরণকারী আজহারুল ইসলামের বিরুদ্ধে শিশু অপহরণের মামলা দায়ের করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.