গাজীপুরের কাপাসিয়ায় নতুন সেতু তৈরির জন্য পুরাতন সেতুটি ভাঙার কাজ করার সময় চাপা পড়ে নিহত হয়েছেন ৪ শ্রমিক। আহত হয়েছেন আরো ২ জন।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন আলী জানান, আজ বৃহস্পতিবার উপজেলার বরুণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নতুন সেতু তৈরির জন্য পুরাতন সেতুটি ভাঙার কাজ চলছিল। সকাল সাড়ে ৮টার দিকে তা হঠাৎ ধসে পড়লে এর নিচে চাপা পড়ে মৃত্যু হয় ওই চার শ্রমিকের।
এলাকাবাসী ছুটে এসে সেতুর ধ্বংসস্তুপের নিচ থেকে ২ জনকে উদ্ধার করে। পরে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: শেরপুরের নকলা এলাকার হাকিম উদ্দিনের ছেলে আজগর আলী (৩৫), নকলা এলাকার ইউনূছ মুন্সীর ছেলে আবু বকর সিদ্দিক (৩৫) ও একই এলাকার তৈয়ব আলীর ছেলে সিদ্দিক ওরফে হলু মিয়া (৪৫)।
আহতরা হলেন: মোফাজ্জল হোসেন ও শাহজাহান।
গুরুতর আহত শাহজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোহসিন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পেরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোহসিন বলেন, নির্মাণ বিধিমালা মেনে শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে। এটি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।