আমাদের কথা খুঁজে নিন

   

প্রকাশিত হলো সুবিধাবঞ্চিত শিশুদের আঁকা ও লেখা নিয়ে শিশু-কিশোরদের সাহিত্য বিষয়ক প্রকাশনা

------ প্রতিভা। সুবিধাবঞ্চিত শিশুদের আঁকা ও লেখা নিয়ে শিশু-কিশোরদের সাহিত্য বিষয়ক প্রকাশনা "প্রতিভা"। যা আমাদের বস্তিবাসী শিশুদের একমাত্র মূখপাত্র। এ পত্রিকার সবগুলো পৃষ্টা জুড়ে শিশুদের অবাধ বিচরন। রংয়ে ঢংয়ে সাজিয়ে তুলে তাদের প্রিয় পত্রিকা।

শিশুদের আঁকা ছবি দিয়ে সাজানো হয়েছে "প্রতিভা" বিজয় দিবস সংখ্যা ২০১২ -র দৃষ্টিনন্দন প্রচ্ছদ। প্রচ্ছদের ছবি একেছে আখি। সে ফুনডাসিয়ন ইন্টারভিডা পাঠশালা শাহজাদপুরে সপ্তম শ্রেণিতে পড়ছে। এ সংখ্যায় অনেক ক্ষুদে বন্ধুর আঁকা ছবি ও লেখা ছাপা হয়েছে। পত্রিকাটি শিশুদের জন্য বিনামূল্যে বিতরন করা হয়।

চার রঙা মেট লেমিনেটিং এ ছাপা দৃষ্টিনন্দন পত্রিকাটি ছোটবড় সবারই মন কাড়ে। পত্রিকাটিতে অনেক মজাদার গল্প, কবিতা, ছড়া, ধাঁধা, কুইজ ছাড়াও রয়েছে দারুন মজার গল্প কার্টুন "হুলো, মিনি ও পুষি"। হাসান ইকবালের সম্পাদনায় গল্প কার্টুনটির দ্বিতীয় কিস্তি ছাপা হয়েছে এ সংখ্যায়। রয়েছে ছোট বন্ধুদের আঁকা দারুন দারুন ছবি। পৃষ্ঠা উল্টালে লোভ সামলানো দায়, কোনটা রেখে কোনটা পড়ি।

পাঠকদের জন্য এ সংখ্যার যা আছে- তার একটু ধারনা দিচ্ছি। পৃষ্ঠা-৩ ॥ ছড়ার রাজ্যে  পৃষ্ঠা-৪ ॥ গল্প গাঁথা  পৃষ্ঠা-৫, ৬ ॥ হাসির ঝুলি  পৃষ্ঠা-৭ ॥ জানার আছে অনেক কিছু  পৃষ্ঠা-৮, ৯ ॥ কার্টুন গল্প  পৃষ্ঠা-১০ ॥ আপন ভূবন   কুইজ এবং বই পর্যালোচনা ॥ পৃষ্ঠা-১১  সফল যারা ॥ পৃষ্ঠা-১২  মেধাবী মুখ ॥ পৃষ্ঠা-১৩  তোমাদের আঁকা ছবি ॥ পৃষ্ঠা-১৪  ইন্টারভিডা পরিক্রমা ॥ পৃষ্ঠা-১৫ পত্রিকাটির সম্পাদক জসিম উদ্দিন কবীর, তিনি ফুনডাসিয়ন ইন্টারভিডা বাংলাদেশ কান্ট্রি অফিসের ন্যাশনাল কোর্ডিনেটর। সার্বিক তত্বাবধানে আছেন-কান্ট্রি ডেলিগেট মো: নিজাম উদ্দিন। পত্রিকাটির সম্পাদনা পরিষদে যারা নেপথ্যে কাজ করেন তারা হলেন- হাসান ইকবাল মোঃ হাতেম আলী এ.কে এম সফিকুল ইসলাম এবং আনোয়ারুল আবেদীন। প্রতি সংখ্যার অলংকরনের কাজটি করেন ইরিফা সুলতানা।

আশাকরি প্রতিভা"র এবারের সংখ্যাটি সব বন্ধুদেরই ভালো লাগবে। ফুনডাসিয়ন ইন্টারভিডা একটি বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। সংস্থার প্রধান কার্যালয় স্পেনের বার্সিলোনায়। সংস্থাটি ব্যক্তি, পরিবার ও সাংগঠনিক দাতাদের অনুদানে পরিচালিত। উদ্দেশ্য হলো দারিদ্র ও অসাম্যের মূল কারণ অনুসন্ধান এবং এর প্রতিকারের প্রচেষ্টা।

বর্তমানে ফুনডাসিয়ন ইন্টারভিডা লাতিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকা মহাদেশের ১৪টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। ফুনডাসিয়ন ইন্টারভিডা বাংলাদেশ তার নিজস্ব ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কাঠামো দ্বারা বিভিন্ন বিভাগের মাধ্যমে কাজ সম্পন্ন করে থাকে। বিভাগগুলো হলো শিক্ষা, স্বাস্থ্য, জন অংশগ্রহণ ও খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, প্রশাসন, মানব সম্পদ উন্নয়ন, ক্রয়, স্পন্সরশিপ, পরিবীক্ষণ ও মূল্যায়ন ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক। ফুনডাসিয়ন ইন্টারভিডা বাংলাদেশে ১৯৯৯ সাল থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের প্রান্তিক এলাকা, গাজীপুরের কালীগঞ্জ এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালের পলী এলাকায় কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, জন অংশগ্রহণ ও খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন বিভাগসমূহ সমন্বিত উন্নয়ন কৌশলে এলাকার সামগ্রিক উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে।

ফুনডাসিয়ন ইন্টারভিডা বাংলাদেশ টেকসই মানব উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, জন অংশগ্রহণ ও খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত পদক্ষেপ নেয়া হয়েছে। সংস্থাটি তার লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ও মূল্যবোধকে সামনে রেখে সুবিধা বঞ্চিত মানুষের জন্য সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে বদ্ধ পরিকর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.