আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা বিজয়ের অগ্নিময় শিহরণ

আলমগির সরকার 'লিটন' বগুড়া জেলার সারিয়াকান্দি থানার সারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া 'সরকার বাড়ির'এক সাধারণ পরিবারে ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় অগ্নিশিখার মত,উত্তপ্ত জল রাশি মত এ দেহ মন টগবগ করে উঠে,মাগো তোর দুঃখ বেদনা জ্বালা যন্ত্রনা শোনে। ঐ ৭১রে(একাত্তুরে)পাকহানাদের হিংস্র থাবা সবুজের প্রান্তে শস্য শ্যামল মাঠে তোর নিস্পাপ দৃষ্টি মমতা ভরা বুকটাকে চিন্নভিন্ন করেছিল।আজও শিহরে উঠে। মাগো তোর লক্ষ শহীদ ছেলেদের তাজা রক্তের গন্ধ সুভাষ হয়ে ভাসে,ঐ লাল সবুজের পতাকা হয়ে পোত পোত উড়ে শিশির ভেজা প্রভাতে লাল লাভা হয়ে ধীরে ধীরে উঠে,অনুভূতির এক শিহরণ। মাগো ২৫শে মার্চে কালো রাতে‘স্যান্ডির মত’রক্তের বন্যা বয়েছিলে,তীব্র ঝড়ের মধ্যে ২৬শে মার্চ মাগো তোকে স্বাধীনতা ঘোষণা করা হলো,বৃদ্ধ কৃষক নয় মাস যুদ্ধ করে ছিনিয়ে এনেছে ১৬ই ডিসেম্বরের মহাবিজয়। এ বিজয়ে মাগো তুমি গর্বিত,তোর শোকাহত হাসিতে আমরা ধন্য,রক্ত মাংসে জাগাও আনন্দ উল্লাসের এক বিজয়ের অগ্নিময় শিহরণ। লেখার তারিখঃ ২৭/১১/১২ রাতঃ ১২টা ২০মি.  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.