বলছ তুমি
হয়ে গেছি কবি
লিখতে কবিতা।
এও কি সম্ভব ?
ছোটো বেলায় যখন
পড়তাম নজরল
পড়তাম রবীন্দ্রনাথ
হয়ে যেতাম
অভিভূত ভারী।
কি করে তারা
লিখে এসব
কেন বানিয়েছেন
আল্লাহ তাদের
এত অসাধারণ
আমি ই বা হলাম
কেন এত ই সাধারণ।
কেন বেরোয়না
ছন্দ কোনো
আমার মাথা থেকে
বোমা মারিলে ও।
আজ তো জানি
ছন্দ আসে
কোথা থেকে
কিভাবে।
মানুষ প্রকৃতি যখন
মনে স্থান নেয়
গভীর ভাবে।
কখনো বা ছন্দ আসে
প্রগাড় নিসঙ্গতায়।
এখন এইভাবে দেখি
যে ছন্দ নাই
জীবনের পাতায়
তা আছে কবিতার খাতায়।
ছন্দ বিহীন জীবন
টা চলছে কবিতার ছন্দে
শুরু হোক তব
চলা ছন্দে ছন্দে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।