আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

শুক্রবার বিকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জের মানিককোনা গ্রামের রকিব আলী (৭৫) ও মোগলা বাজারের মোহাম্মপুর এলাকার জহুর আলী (৩০)। অজ্ঞাত অপর জনের বয়স আনুমানিক ২৫ বছর।
মোগলা বাজার থানার ওসি মোরসালিন আহমদ জানান, বিকাল পৌনে ৩টার দিকে পারাইরচকে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতে ঘটনাস্থলেই লেগুনার তিনযাত্রী নিহত হন। আহত হন আরো ১২ জন।”
হতাহতদের সবেইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ে হয়েছে বলে জানান ওসি মোরসালিন।
এঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।