আমাদের কথা খুঁজে নিন

   

ইলিশের হালি ৩২ হাজার!

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ চাই-ই-চাই। আর তাই তো ইলিশ নিয়ে এখন থেকেই চলছে কাড়াকাড়ি। গতকাল শুক্রবার রাজধানীর কাওরান বাজারে এক হালি ইলিশ ৩২০০০ টাকায় কেনেন একজন ক্রেতা। তবে প্রায় অভিন্ন ওজনের ইলিশ যাত্রাবাড়ীতে ১০৫০০ ও সোয়ারীঘাটে ৮০০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

কাওরানবাজারে শুধু ইলিশের দোকান রয়েছে প্রায় ২৩টি।

এর মধ্যে তাজা ২/৩টি দোকান রয়েছে যেগুলো তাজা ইলিশের জন্য বিখ্যাত। বৈশাখে মূলত তিন থেকে চারদিন বাজার চড়া থাকে। এরপর আবার স্বাভাবিক হয়ে যায়। এ সময় প্রতি হালি ছোট ইলিশ ২০০০, মাঝারি ৩০০০ থেকে ৪০০০ এবং বড় ৮০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়।

জানা গেছে, এবারের বৈশাখে শুধু রাজধানীতে পাইকারি পর্যায়ে ৩০ কোটি টাকার ইলিশ বিক্রির টার্গেট রয়েছে।

খুচরা পর্যায়ে এর পরিমাণ ৬০ কোটি টাকা ছাড়াতে পারে। এর মধ্যে যাত্রাবাড়ীর পাইকারি বাজারে ১২ কোটি টাকার ইলিশ বিক্রির টার্গেট নির্ধারণ করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.