বৈশাখ হচ্ছে বাংঙ্গালীর প্রানের উৎসব.. আজকে বাজারে গেলাম। শখ হলো একটা ইলিশ কিনার আগেই বলে রাখি গরীবের বলে শখ আল্লাদ বলে কিছুই নাই এটা জানি তবুওতো মাঝে মাঝে মন চায়। শখের বসেই এক বিক্রেতাকে দাম জানতে চাইলাম সে বল্লো মামা যদি নেন এক দাম ২০০০ টাকা সে বল্লো সে নাকি ২৫০০ থেকে ৩০০০ টাকাতেও এই মাছ বিক্রি করছে। শুনে আমার কান ঝালাপালা। রবির সেই বিগ্গাপন টার কথা মনে পরে গেলো। সেই ভদ্রলোক ইলিশ মাছের দাম শুনে তার শরির আগুনে পুরে ছাই.. সেখানে দাম কত বলেছিল আমার এই মুহুর্তে মনে নেই কিন্তু আমার মনে হয় না ৩০০০ টাকা দাম বলেছিল। বিক্রেতার সেই দাম শুনে ইলিশ খাওয়ার শখ আপাতত স্থগিত রাখলাম। সবাইকে বৈশাখের আগাম দামী ইলিশের শুভেচ্ছা..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।