আমাদের কথা খুঁজে নিন

   

কলাপাড়ায় হাসপাতালে জায়গা হচ্ছে না ডায়রিয়া রোগীর

পটুয়াখালীর কলাপাড়ায় প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে ব্যাপক ভাবে ডায়রিয়া প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অর্ধশতাধিক শিশু ও বৃদ্ধা হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে হাসপাতালে সিট সংকটের কারনে অনেক রোগীকে মেঝেতে বিছানা পেতে চিকিত্সা নিতে দেখা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার একদিনে সাব্বির (৪৭), মনোয়ারা বেগম(৫০),  হুমাইয়ারা (১৫), নাইমা (১৮মাস), স্নেহা (২৫), তাফিন (১৫), মমতাজ(২০), সোলযসান (১৬), জান্নাতি (৩০ মাস), লিয়া (৩), ইউসুফ (১১ মাস), নুসরাত (১১)সহ অন্তত ২০ জন ডারিয়ায় আক্রান্ত হয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হন। অনেকে হাসপাতালে সিট না পেয়ে বাড়িতে বসে চিকিত্সা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম জানান, হঠাৎ করে গরম পড়ায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.