যারা ডোটা ১ খেলে আসছেন তাদের কাছে ২ কোন অপরিচিত গেইম নয় আশা করি ।
Banglagamer 2014 অনলাইন প্রতিযোগীতা অনেক দেশী দল যোগ দেন ও আমরা উপভোগ করি ।
আমারও খায়েশ জাগছে একটি টিম বানিয়ে যোগ দান করার । নিজের কৌশলতাকে প্রদর্শন করার ।
প্রাথমিক ভাবে আমি না হয় এন্ট্রি ফি দিলাম বা স্পন্সর করলাম ।
পরবর্তীতে এটি শক্তিশালী হলে আমরা বাহির থেকেও স্পন্সর ধরতে পারব বা সম্মিলিতভাবে করতে পারব ।
আমাদের দলের নাম হইল খালি পিডাইতে মুঞ্চায় ! এইটা অবশ্য এক ব্লগার এর নিক নাম থেকে পছন্দ করা হইছে । অনেক আগের ব্লগার ছিলেন , আর মনে হয় করেন না ব্লগিং ।
blog.dota2.com/?l=english ডোটা টু সম্পর্কে তখ্য । ইউটিিউবে সার্চও করতে পারেন ।
http://store.steampowered.com/ স্টিম ডাউনলোড করে ইন্সটল করে সেখানে থেকে ফ্রি টু প্লে গেইম হিসেবে ডোটা ২ ডাউনলোড করতে হবে । কয়েক জিবি যাবে ডাটা ।
আমি প্রিফার করি যাদের ৩০ জিবি ডালো লিমিট বা আনলিমিটেড আছে তাদের । স্পিড ৫১২ তেও চলে ।
যারা জয়েন করতে চান, প্লিড . স্টিম আই ডি ছেড়ে যান ।
ডোটা ২ কিভাবে খেলতে হয় জানি না!.. কোন সমস্যা নাই ভ্রমন করুন Click This Link
আগে লগইন করেন পরে আঙুল ধরে শিখিয়ে দিতে পারব নো প্রবলেম ।
মটো: পিডাইয়া তক্তা বানাইয়া দিমু ইনশাল্লাহ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।