শুধু তোকে হাসাতে জোকার সেজেছি, আর তুই কিনা......। তোমার মনের দুঃখ যত যাক উড়ে দুর অচিনপুরে সুখ যত সব নীড় খুজে পাক তোমার মনের ছোট্টঘরে তোমার চোখের জলগুলো হায়, হোক সুখেরি প্রতিচ্ছবি মনে মনে যা ভাবছ তুমি হোক পুরণ সে স্বপ্ন সবি। আমার মনের এই কামনা দাও ছুয়ে ঐ আকাশটারে ভয় যদি পাও স্মরণ করো আসব থাকি যতই দুরে। শীতে তোমার চাদর হব, কষ্ট ব্যথায় আদর হব হব প্রেমের উষ্ণ ছোঁয়া, ভীষণ রোদে হব ছায়া পাবে আমায় কষ্ট ব্যাথায়, পাবে আমায় ভীষণ ঝড়ে পাবে আমায় চলার পথে প্রদীপ হাতে অন্ধকারে। আমার মনের এই কামনা দাও ছুয়ে ঐ আকাশটারে ভয় যদি পাও স্মরণ করো আসব থাকি যতই দুরে। ঘুমে মধুর স্বপ্ন হব, চেতনায় সুখ লগ্ন হব হব তোমার শারীর আচল, চোখে তোমার হব কাজল। পাবে আমায় কষ্ট ব্যাথায়, পাবে আমায় ভীষণ ঝড়ে পাবে আমায় চলার পথে প্রদীপ হাতে অন্ধকারে। আমার মনের এই কামনা দাও ছুয়ে ঐ আকাশটারে ভয় যদি পাও স্মরণ করো আসব থাকি যতই দুরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।