আমাদের কথা খুঁজে নিন

   

ঝগড়া করাই রীতি



ঝ-তে অনেক ঝক্কি আছে
ঝম ঝমাঝম বৃষ্টি
ঝটকা বায়ূ ঝটপটালে
ঝড়-ঝঞ্ঝার সৃষ্টি।

ঝর ঝরাঝর ঝর্ণা তলায়
জল ঝলমল দীপ্তি
বঁধুর সাথে ঝগড়া হলে
লাগে অনেক তৃপ্তি।

ঝাঁ গুড়গুড় বাদ্যি বাজে
ঝাঁজর বাজে সাথে
ঝাঁজ ঝাঁজাল কথা রেখে
হস্ত মিলাও হাতে।

ঝঁকড়া চুলে মাকড়া হাঁটে
ঝলকা কাটা সিঁথি
ভালবাসার আগে নাকি
ঝগড়া করাই রীতি।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।