টি ২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে হারের পর চণ্ডীগড়ের একদল উন্মত্ত ক্রিকেটপাগল যুবির বাড়ি ঘেরাও করে পাথর ছোড়ে। ভারতের হারের জন্য তারা সরাসরি যুবিকেই দায়ী করে। ভারতের ধীরগতিতে রান তোলার জন্য আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয় বাঁ হাতি এই ব্যাটসম্যানকে। যার জেরে তার বাড়ি আক্রমণ করে উন্মত্ত ক্রিকেটপাগলরা ৷ ঘটনাস্থলে যান পুলিশ ৷
বিরাট কোহলি যখন রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন, তখন যুবরাজ নিজে রান বাড়াতে পারেননি। এমনকী স্ট্রাইক রোটেট করে কোহলিকে ব্যাট করতে পাঠাতেও পারেননি যুবরাজ।
খেলার শেষে ক্যামেরায় যুবরাজকে বারবার দেখানো হচ্ছিল। তার সঙ্গে কেউ কথা বলছে না। একবার যুবি এগিয়ে এসে বিরাট কোহলির সঙ্গে হাত মিলিয়ে গেলেন। বিরাটও দায়সারা ভাবে হাত মেলালেন যুবরাজের সঙ্গে। আসলে এই ভারতীয় দলে যুবরাজের গুরুত্ব কমে গিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।