জাতীয় দলে ফিরলেন যুবরাজ সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজের জন্য যুবরাজ এ প্রত্যাবর্তন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভাল পারফরমেন্সের কারণে দলে ফেরার নিশ্চয়তা পাকা হয়ে যায়।
চেন্নাইয়ের নির্বাচনী সভায় অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের একদিনের সিরিজের ১৫ জনের দলে জায়গা করে নিলেন যুবরাজ। ২৭ জানুয়ারি ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে জাতীয় দলের হয়ে যুবরাজ শেষ ম্যাচ খেলেন।
তবে দরে ঠাঁই হয়নি ২ সিনিয়র ওপেনার গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেওয়াগের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫ জনের দলের মধ্যে আছে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, ভূবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, বিনয় কুমার, অমিত মিশ্র, আম্বাতি রায়াডু, মহম্মদ সামি, জয়দেব উনাদকট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।