আমাদের কথা খুঁজে নিন

   

দুঃসময়ে যুবরাজের পাশে শচীন

২০১১ সালের বিশ্বকাপের পর যে যুবরাজকে নিয়ে উৎসবে মেতেছিল ভারতীয়রা, এবার তাকেই দুয়ো ধ্বনিতে প্রত্যাখ্যান করছে সবাই। তার বাড়িতে সমর্থকরা ইট-পাথর ছুড়ে মেরেছে। যুবরাজ সিংয়ের ক্রিকেট ক্যারিয়ারই যেন হুমকির মধ্যে পড়ে গেছে। এরপরেও ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে যুবরাজ থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের কিংবদন্তি তারকা শচিন টেন্ডুলকার মনে করেন, এখনো ভারতকে অনেক কিছু দেওয়ার সামর্থ্য আছে যবির।

শুধুমাত্র একদিন খারাপ করার একজন সফল খেলোয়াড়ের সবকিছু ব্যর্থ হয়ে যায় না। ফেসবুকে শচিন বলেন, '২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালের বিশ্বকাপে যুবির অবদান আমরা উপভোগ করব। আর একদিন খারাপ করার কারণে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করাব তা তো হতে পারে না। সমালোচনা হতেই পারে, তাই যুবির ক্যারিয়ার শেষ এটা বলা ঠিক না। ' শচিন বলেন, 'আমি যুবির লড়াকু মানসিকতার ভীষণ ভক্ত।

ওর মতো করে কতো লড়াই করতে পারে? আমার বিশ্বাস আজ যারা যুবির সমালোচনায় ব্যস্ত তারাই একদিন প্রশংসায় তাকে ভাসিয়ে দেবে। ' যুবরাজকে উদ্দেশ্য করে শচিন লিখেছেন, 'একটা দিন খারাপ গেলেই তোমার সব অবদান মিথ্যা হয়ে যেতে পারে না। তুমি এগিয়ে যাও। '

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.