আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতির ফ্রেমে ক্যাম্পাস জীবন

সমাবর্তনের চিরাচরিত এই সাজে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য গ্রাজুয়েটদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস। তবে সেই উচ্ছ্বাসকে ছুঁয়ে গেছে বিষাদও, কেননা এর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল ক্যাম্পাস জীবন।
কর্মজীবনে হয়ত সবার পথ আর এক থাকবে না, তাই ক্যাম্পাস জীবনের সঙ্গীদের স্মৃতি ধরে রাখতে সদ্য গ্র্যাজুয়েটদের ক্যামেরার ‘ক্লিক ক্লিক’ শব্দ ছিল দিনমান।
বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলা, টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য, কলাভবন, বটতলাসহ ক্যাম্পাসের প্রায় জায়গায় ছিল আড্ডা আর ছবি তোলার ব্যস্ততা।
দুপুর ১টার দিকে কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষার্থীদের গ্রাজুয়েট হিসেবে ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা মাথার কালো টুপি আকাশে ছুঁড়ে উল্লাসে ফেটে পড়েন।


এসময় কারো চোখে ছিল আনন্দাশ্রুর সঙ্গে ছিল বিষাদের ছায়া।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক ডিগ্রিধারী পলাশ তালুকদার নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন,“অনেক দিনের অপেক্ষা ও সাধনার পর গ্র্যাজুয়েশন শেষ করলাম, ভাবতেই ভালো লাগছে।
“আবার শিক্ষাজীবন শেষ হওয়ায় ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে, ভাবতেই খারাপ লাগছে। ”

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শিক্ষার্থীদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করিয়ে দিয়ে সমাবর্তনের মূল অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “তোমরা আজ গ্রাজুয়েট, দেশের উচ্চতর মানবসম্পদ। তোমাদের মনে রাথতে হবে আজকের এই সমাবর্তন একদিকে যেমন তোমাদের অর্জনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে, তেমনি দায়িত্বও অর্পণ করছে।


বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই শিক্ষায় সারা দেশবাসীর অবদান মনে করিয়ে দিয়ে সেই ঋণ শোধে অর্জিত জ্ঞান দিয়ে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।
এবারের সমাবর্তনে ৮ হাজার ৩১২ জনকে বিভিন্ন সনদ দেয়া হয়। এদের মধ্যে পিএইচডিধারী ৩৮, এমফিলের ২৫, স্বর্ণপদকপ্রাপ্ত ৩৩, এমডি-এমএস ৩৪, বিভিন্ন অনুষদের স্নাতক ৪ হাজার ৬৮০, স্নাতকোত্তর ৮৫৫, এমবিবিএস ১ হাজার ৭২০, বিডিএস ২৮২, নার্সিং ২২১, ফিজিওথেরাপি ২০১, শিক্ষা অনুষদ ১, হোমিও আয়ুর্বেদিক ৪৭, বিএড ১০৩ এবং এমএড ৭২ জন।
সমাবর্তন বক্তা ছিলেন ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন) এর মহাপরিচালক অধ্যাপক  রল্ফ ডিটে হয়া। সমাবর্তনে তাকে সম্মানসূচক ‘ডক্টর অফ সায়েন্স’ ডিগ্রি দেয়া হয়।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।