আমাদের কথা খুঁজে নিন

   

দাবী

দাবী
ঈমাম হোসেন গাজী


সাবাস! সাবাস! আমরা শিক্ষক
আমরা আজ হয়ে গেছি
মানবিক বোধ ভক্ষক।
নিজেদেরই সহকর্মীকে করেছি অবরুদ্ধ
কি চমৎকার চিত্ত
আমাদের মন কত শুচি-শুদ্ধ?
মেজাজ অতি রুক্ষ
মানেনি ন্যায্য দাবী
তাই, সে যেই হোক, ঘেরাও থাকবে কক্ষ।
যায় যাক, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস,
সুস্থতা-অসুস্থতা, নাওয়া-খাওয়া, প্রকৃতির ডাক,
মনুষত্ব, মমত্ব, সুবিচার, বিবেক,
পরম স্নেহ, শ্রদ্ধা, ভালবাসা, কর্তব্যবোধ,
পাঠদান, যাক- সবই নিপাত যাক।
আমাদের ন্যায্য দাবী থাক, চিরজীবি থাক।
দেখ হে তাবত, বৎস, ছাত্র, সারা বিশ্ব
আমরা শিক্ষক,
শিখ, আমাদের থেকে শিখ।

২২/০৮/২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.