দাবী
ঈমাম হোসেন গাজী
সাবাস! সাবাস! আমরা শিক্ষক
আমরা আজ হয়ে গেছি
মানবিক বোধ ভক্ষক।
নিজেদেরই সহকর্মীকে করেছি অবরুদ্ধ
কি চমৎকার চিত্ত
আমাদের মন কত শুচি-শুদ্ধ?
মেজাজ অতি রুক্ষ
মানেনি ন্যায্য দাবী
তাই, সে যেই হোক, ঘেরাও থাকবে কক্ষ।
যায় যাক, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস,
সুস্থতা-অসুস্থতা, নাওয়া-খাওয়া, প্রকৃতির ডাক,
মনুষত্ব, মমত্ব, সুবিচার, বিবেক,
পরম স্নেহ, শ্রদ্ধা, ভালবাসা, কর্তব্যবোধ,
পাঠদান, যাক- সবই নিপাত যাক।
আমাদের ন্যায্য দাবী থাক, চিরজীবি থাক।
দেখ হে তাবত, বৎস, ছাত্র, সারা বিশ্ব
আমরা শিক্ষক,
শিখ, আমাদের থেকে শিখ।
২২/০৮/২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।