আমাদের কথা খুঁজে নিন

   

ধাক্কা-ধাক্কি এবং খাট........

বিচিত্র এই দেশ, বিচিত্র এই দেশের মানুষ। এত্গুলো মানুষ মরলো অথচ দেশের একটা মগা.......গীর তার দলের সোনার ছেলের কথা না বলে সে বলে ফেললো যে, বিএনপি এবং জামাআত মিলে রানা প্লাজা ধাক্কা-ধাক্কি করে ভেঙ্গে ফেলেছে। মানুষ যেদিন বিয়ে করে সেদিন বাসর রাতে প্রবল বিক্রমে দুটো মানুষ খাটে এক সুনামি ঝড় বইয়ে দিয়েও (অনেকে প্রয়োজনে ভায়াগ্রা ও খেয়ে নেয়) একটা খাট ভাঙতে পাড়েনা, আর সেটা সম্ভবও না। মগা সাহেব যেসব বিএনপি এবং জামাআতি লোকদের কথা বলেছেন, তারাও মনে হয় তাদের বাসর রাতে একটি খাট ভাঙতে পারেনি এবং বিড়াল ও মারতে পারেনি (তাহলে কি তারা বাসর রাতে ধাক্কা-ধাক্কি করেনি) অথচ তারা শুধু কলাপসিবল গেট এবং বিল্ডিং ধরে ধাক্কা-ধাক্কি করে একটা এত বড়ো বিল্ডিং ভেঙ্গে ফেললো! তাহলে এখন থেকে আমাদের দেশে যদি কারো সাথে কারো ঝগড়া থাকে, তাহলে সবাই বিএনপি এবং জামাআত এর সেইসব নেতকর্মীদের ভাড়া করে নিয়ে যাবে আর বলবে যে ‍‍"ভাই এই যে এই বিল্ডিংটা দেখতাছেন অর লগে আমার ঝগড়া আছে তাই অর হাত-পা ভেঙ্গে লাভ কি/খুন করে লাভ কি অর বিল্ডিংটা ধাক্কা মাইরা ভাইঙ্গা দেন"। আচ্ছা বিএনপি-জামাআত এর লোকেরা যে রানা প্লাজা ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেললো তখন ভবনটির মালিক কই ছিলো? আর মগা......গীর কই ছিলো?যতটুকু জানি বা যেটা সত্যি দূর্ঘটনার দিন ওই বিল্ডিংটির আশে পাশে সকাল থেকে গার্মেন্টস কর্মিদেরই ভিড় ছিলো, কারণ তারা সবাই অপেক্ষা করছিলো ওই ভবনে ঢুকার জন্য, তাহলে এতগুলো লোক এর চোখ ফাকি দিয়ে বিএনপি-জামাআত এর লোকজন্ কখন রানা প্লাজায় ধাক্কা ধাক্কি করলো। নাকি ওই হতভাগ্য গার্মেন্ট কর্মীরাও বিএনপি-জামাআতের সমর্থক, যে তারা বিল্ডিং ধাক্কা দিতে দেখেও কিছু বললো না। ইস...........রাজউক যদি জানতো তাহলে বিজয় স্মরণীর রাংগস টাওয়ার ভাঙ্গার সময় ওই লোকগুলোরে ভাড়া করে নিয়া যাইতো.....একজন মানুষ কতটুকু মাতাল হইলে বলতে পারে যে, ‍‍একটি বিল্ডিং কয়েকজন মানুষ ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেলতে পারে। ভাগ্যিস বিএনপি-জামাআত এর ওই লোকগুলো এখনও ঢাকা শহরে লাফালাফি শুরু করে দেয়নি....তাহলে ঢাকা শহরে ভূমিকম্পও হয়ে যেতে পারে......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.