নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে পুনর্বহাল এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ণের প্রতিবাদে শুক্রবারে দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করে বিরোধীদলীয় নেতা-কর্মীরা।
জুমার নামাজের পর জমায়েত হতে থাকে বিএনপি, যুবদল, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির নেতারা। তাদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদেরও যোগ দিতে দেখা যায়।
বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ পরিষদের অধিবেশন কক্ষে ঢোকার পরপরই পুলিশ বেষ্টনির মধ্যে থেকে সরকারবিরোধী স্লোগান দিতে থাকে বিরোধী দল সমর্থকরা।
বিকাল ৫টায় বিক্ষোভ শেষের আগে সাংবাদিকদের সামনে বক্তব্য দেয়ার সময় বিএনপির কে কথা বলবেন, তা নিয়ে নেতাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।
এই সময় কিল-ঘুষিতেও লিপ্ত হতে দেখা যায় কয়েকজনকে।
যুক্তরাষ্ট্র বিএনপিতে বেশ কিছুদিন ধরেই কোন্দল চলছে। কোন্দল অবসানে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েক নেতাকে লন্ডনে ডেকে নিয়ে আলোচনা করেছিলেন।
বিক্ষোভ কর্মসূচিতে নেতাদের মধ্যে ছিলেন আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান, মোস্তফা কামাল পাশা বাবুল, আকতার হোসেন বাদল, শরাফত হোসেন বাবু, বেলাল মাহমুদ, অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, পারভেজ সাজ্জাদ, এম এ বাতিন, গোলাম ফারুক শাহীন, আতাউর রহমান আতা প্রমুখ।
নিউ ইয়র্কের বাইরের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিরোধী দলের নেতা-কর্মীরা শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে এসেছিলেন।
এদিকে বিএনপির বিক্ষোভের সময় প্রধানমন্ত্রীকে সমর্থন করে আওয়ামী লীগ নেতা-কর্মীরাও জড়ো হন জাতিসংঘ সদর দপ্তরের বাইরে। তারা সরকার এবং যুদ্ধাপরাধীদের বিচারকে সমর্থন জানিয়ে চার ঘণ্টা ধরে স্লোগান চালিয়ে যান।
দুই পক্ষ পাশাপাশি স্থানে অবস্থান নেয়ায় উত্তেজনা দেখা দিলেও পুলিশ ঘিরে রাখায় কোনো ধরনের সংঘাত ঘটেনি।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময় তাকে সমর্থন জানিয়ে বাইরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্লোগান। প্রধানমন্ত্রীর ভাষণের আগে শুক্রবার বেলা ১টা থেকেই জাতিসংঘ সদর দপ্তরের সামনে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকরা।
তারা জুমার নামাজ পড়েন সেখানেই।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময় তাকে সমর্থন জানিয়ে বাইরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্লোগান।
কয়েকশ’ সরকার সমর্থক স্লোগানে স্লোগানে সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। একাত্তরের ঘাতকদের বিচারের ‘বিরোধিতার’ জন্য বিরোধী দলের বিরুদ্ধেও স্লোগান দেন তারা।
আওয়ামী লীগের কর্মসূচির নেতৃত্বে ছিলেন ফজলুর রহমান, সিদ্দিকুর রহমান, আকতার হোসেন, মাহাবুর রহমান, সৈয়দ বসারত আলী, লুৎফুল করিম, সাজ্জাদুর রহমান, নিজাম চৌধুরী, আব্দুস সামাদ আজাদ, আইরিন পারভিন, নূরনবী কমান্ডার, জাকারিয়া চৌধুরী, ইমদাদ চৌদুরী, খোরশেদ খন্দকার, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, মহিউদ্দিন দেওয়ান, নুরুজ্জামান সর্দার, মুর্শেদা জামানআব্দুর রহিম বাদশা প্রমুখ।
শনিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় রোববার সকাল) নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানে হিলটন হোটেল মিলনায়তনে শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেবে আওয়ামী লীগ।
এদিকে তখন সেখানে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে বিরোধী দল। কর্মসূচি পালনের জন্য পুলিশের অনুমতি নেয়া হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।