সাদা পিন বোর্ড তুমি ভাব তুমি তাহাকে ভালোবাসো ,তুমি ভাব তুমি উহাকে ভালবাস। আসলে তুমি শুধু তোমার নিজেকেই ভালোবাসো তাই তুমি ভাব তুমি সবাইকে ভালোবাসো।
এইরকম কোন একটি কথা রবি বাবুর লেখায় পরেছিলাম।
মানুষ মাত্রই মোহাবিষ্ট,তবে প্রকাশ ভঙ্গি ভিন্ন। কেও নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে আবেগ ক্রয় করে।
তার বেচে থাকার জন্য ওইটাই পথ্য,মানুষের সংস্পর্শ অথবা আরক্ত কণ্ঠস্বর। এদেরকেই হয়ত আভিধানিক অর্থে মহাপুরুষ বলে।
আমি মহাপুরুষদের দলের নই, আমি কাপুরুষদের দলেও নই। আমি নিতান্তই লোভী ভোগপুরুষ। লাল এলিওন এর ভেতর এলোমেলো মধ্যবয়সী কাওকে দেখলেও কোথায় যেন একটি উত্থানের শব্দ পাই।
পরক্ষনেই ডানবাম দেখে নিকট গলিতে ঢুকে বুকপকেট হাতড়ে ময়লা নোটের বিনিময়ে শুভ্রশলাকার মালিক হয়ে উথান সামাল দেই। এ যে মধ্যবিত্ত ইজ্জত, নয় নাম্বার বাসে পাছায় পাছা ঘসা খাইলে ও অটুট থাকে, শুধু বড়লোকের বুকের চিপা দেখলেই কুপোকাত।
বুকে হাত দিয়ে বলতে পারব না কখনও হতদরিদ্র কিশোরীর উথিত বুকে চোখ আটকায় নি,হোক না সে মুহুরতের জন্য কোন মহাপুরুষের মনে উকি দেয়া ভোগপুরুষ।
হ্যাঁ আমি আমার কথাই বলছি। এটা আমার একান্তে দেখা আমি।
তবু স্বপ্ন দেখি বদলে দেবার।
উপদেশ-সাধু সাজিয়ো না , সাধু হও। বিষের উপরেও কিন্তু বিষ আছে।
উৎসর্গ- বুড়া মকবুল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।