আমাদের কথা খুঁজে নিন

   

উপদেশ -১ একদম ফ্রী,লাইনে দাঁড়ান, ধাক্কাধাক্কি করবেন না

সাদা পিন বোর্ড বিশেষ নির্বচন : কয়েকদিন ধরেই কয়েকটা পোস্ট মাথায় ঘুরতেছিল। প্লট গুলো সাজাতে পারতেছিলাম না বলেই লিখছিলাম না। অনেক বিখ্যাত ব্লগার দের দেখলাম বিভিন্ন সিরিজ আচে। ভাব্লাম আমিও এক্ষান চালু করি । যদি দেখি টিনের চালে ঢিল পরতাচে না তাইলে আর কি কেচাল লাগায়া দিমু।

কেচাল লাগান মাসাল্লাহ আসিফ ভাই ও অমি পিয়াল ভায়ের কাছ থেইকা এই কইদিন বইসা বইসা শিখলাম। উনাদের নাম নিয়াই শুরু করতাছি যদি এইবার মুরগি ডিম দেয় মুল বক্তব্য যারা বড়শি ফেলেন তারা ভাল জানেন পুটি মাছে ঠোকরায় রুই মাছের আধার , ফলাফল না উঠে পুঁটি না উঠে রুই। মুখফোড় এর আদমচরিত পরেই ব্লগে আসা,তার কোন তুলনা এখন পর্যন্ত আন্তদেশিও কোন ব্লগে দেখি নাই এই হাটে তো দুরের কথা। উনার শেষ লাইন টা ছিল " মুখফোড় আর এই গুপ্তকেশের হাটে ব্লগাইতে আসিবে না "। ব্লগে আসছি এই তো সেদিন পুরান অনেক কিছুই এখনও ঠিক বুজে উঠতে পারি নাই।

মুখফোড় এর কলম থেমে নেই শুধু সামুর প্রথম পাতাতে এক শূন্যতা। সামুর হয়ত কিছু আসে্যায় না টাড় পড়োঠোম পাতা তো ঠিকই আছে,আমাডেড় কেণ খামখা এটো চূল্কায়। সম্প্রতি খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা সাংবাদিক দীনেশ দাসের সড়ক দুর্ঘটনা ও পরপর আরও কয়েকটি দুর্ঘটনা। খ্যাতিমান ব্লগারদের দেখলাম একজন আরএকজনরে কুপাইতাছে বেয়াফক সচেতন ভাবে,কারন ব্র্যান্ড ব্লগার বলে কথা ইচ্চা করলেই তো ...... যায় না। অথছ ফারজুল আরেফিন এর মত নবিন ব্লগার রা সচেতন পোস্ট দিচ্ছে "দেখেশুনে পথ চলুন" সাবধান আপনারা এলিট ভুক্ত হতে গিয়ে না ডিলিট হয়ে যান আম জনতার কাছ থেকে।

উপদেশ----বালিসে ঘুমান ব্লগের উপর চাপ কমান। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।