আমাদের কথা খুঁজে নিন

   

কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের টর্চার সেল

ময়মনসিংহ: ছাত্রলীগ কর্মী সায়াদ বিন মোমতাজকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলছে আন্দোলন। দীর্ঘদিন ধরেই অভিযোগ, ছাত্রলীগ কর্মীরা শিক্ষার্থীদের ওপর নানাভাবে নির্যাতন চালায়। আবাসিক হলের অতিথি কক্ষগুলোকে ব্যবহার করা হয় নির্যাতন কেন্দ্র হিসেবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি। মঙ্গলবার বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রতিটি আবাসিক হলেই আছে এমন গেস্ট রুম। সাধারণ শিক্ষার্থীদের আত্মীয় স্বজন বা দর্শনার্থীদের জন্য এসব রুম। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, এসব রুম ব্যবহার হয় প্রতিপক্ষ ছাত্রদের নির্যাতনের কাজে। প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এখানে নিয়মিত মারধর করার অভিযোগ রয়েছে। ভয়ে কেউ প্রকাশ্য মুখ খুলতে চায় না।

ইন্ডিপেন্ডেন্ট জানায়, প্রতি রাতে এখানে ছাত্রলীগের নেতাদের সামনে হাজিরা দিতে হয় সাধারণ ছাত্রদের। তাদের ওপর চলে মানসিক নির্যাতন। গেস্টরুমে সাধারণ ছাত্রদের নিয়মিত হাজিরা দেয়ার বিষয়টি স্বীকার করেন ছাত্রলীগের নেতাকর্মীরাও।

নির্যাতনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায় না বলে ছাত্রদের অভিযোগ।



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.