আমাদের কথা খুঁজে নিন

   

চলার পথে পথে নানান কথা - ৫

চলার পথের একজন অ-লেখক হয়ে যদি কোথাও লিখে ফেলি বা বলি " দিনের প্রথম আলো দেখে সারা দিনের আলো বুঝা অনেক কঠিন " তখন উদ্ধৃত বাক্যটি একটি অর্থহীন বাক্য।

অন্যদিকে বিখ্যাত একজন লেখক যদি কোথায় লিখেন বা বলেন যে " দিনের প্রথম আলো দেখে সারা দিনের আলো বুঝা অনেক কঠিন " তখন এ কথাটি একটি বিখ্যাত লেখা বা বাণী হয়ে যায়, সাহিত্যে স্থান পায়।

প্রথম সাক্ষাৎকারে একটি মানুষকে অনেক ভালো মনের মানুষ মনে হলেই যতদিন মানুষটিকে জানব ততদিন সেই মানুষটি আমাদের কাছে একজন ভালো মানুষ হয়ে থাকবে তা বলা যায় না। যে ছাত্র জীবনের প্রথম দিকে ভালো রেজাল্ট করে শেষ পর্যন্ত যে সে ভালো রেজাল্ট করে যাবে তা নিশ্চিত করে বলা যায় না।

দিনের প্রথম আলোতে সারা দিনের আলো বিচার করার কোন সুযোগ নেই, যে কোন সময় আলো আঁধারের ঢাকা যেতে পারে, যাত্রা শুভ হলেই দূর্ঘটনা ঘটবে না তা নিশ্চিত করে বলা কঠিন। চাই সর্বক্ষণের সচেতনতা দিনটিকে বা জীবনকে সফল করতে।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।