আমাদের কথা খুঁজে নিন

   

প্রচলিত চাইনিজ পণ্য ব্যবহারে জনদুর্ভোগ

বাজারে সয়লাব চাইনিজ পণ্য যার সেবার মান নেই বললেই চলে। প্রচলিত চাইনিজ পণ্য কিনে অনেকে হচ্ছেন প্রতারিত বেড়ে চলেছে বিড়ম্বনার হার, হচ্ছেন আর্থিক ক্ষতির সমুক্ষীন।
 

ঢাকা ০৮ এপ্রিল ২০১৪: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের জীবনধারায় ক্রমেই উন্নতি সাধন হচ্ছে বিভিন্ন প্রযুক্তিগত পণ্যের মাধ্যমে। বিদ্যুৎ-সেবার উন্নয়নের ক্রমধারা অব্যাহত থাকলেও এ দেশের বিশেষ অনেক অঞ্চলেই লোড-শেডিং হয়েই থাকে।

আর এই লোড শেডিং-এ কোমলমতি ছাত্র ছাত্রীদেরদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। এক্ষেত্রে প্রযুক্তির উন্নয়নে বাংলাদেশে বিভিন্ন ধরনের চায়না পণ্যের আগমন ঘটেছে। বিভিন্ন ধরন ও বিভিন্ন রকমের চার্জ লাইট বাজারে ব্যাপকহারে আগমন ও বিক্রি হচ্ছে। যার ফলে আলোক সমস্যা থেকে মানুষ কিছুটা হাফ ছেড়ে বেঁচেছে বলতেই হয়।
তবে আজ আমি বলবো কিছু অসাধু ব্যবসায়ীর ব্যবসায়ীক ফায়দা অর্জনের ক্ষেত্রে তাদের ছলচাতুরী ও ধোঁকা দেওয়ার কিছু ঘটনা যা আমার সাথেই ঘটেছে।


৪ মাস আগে একটি অভিজাত ইলেক্ট্রনিকস দোকান থেকে ৪০০ টাকা মূল্যের LED Rechargeableএর LED-703 ব্র্যান্ড এর একটি চার্জ লাইট কিনি যার ব্যাকআপ নুন্যতম ১ ঘণ্টা হওয়ার কথা। দোকানদার কর্তৃক সর্বোচ্চ সাপোর্ট পাবো বলেই চার্জ লাইটটি কিনে নেই। তবে ৬দিনের মাথায়ই এর আসল ঘটনা চোখে পড়ে যে এটির চার্জ বেশিক্ষণ থাকছে না। পরবর্তীতে পুরো ৬ ঘণ্টা চার্জ দেওয়ার পরও এটি বেশিক্ষণ জললনা। পর্যবেক্ষণে জানতে পারলাম যে, আসলে ব্র্যান্ড ঠিক আছে কিন্তু ভিতরের ব্যাটারিটা নিম্ন মানের এবং কম ভোল্টেজের।

যেমনটি করে একবার Transcend 8Gbপেন-ড্রাইভ কিনে বাসায় এসে দেখি মাত্র 80mb  ডিস্ক স্পেইস ঠিক এই অবস্থা। এতে যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হলাম পাশাপাশি বিড়ম্বনারও।
আসলে বাংলাদেশে যারা বিদেশি ব্র্যান্ড এর বাজারজাতকারী তারা বাংলাদেশে সঠিকভাবে ব্যবসা করছেনা। ঠিক যেমন এই কিছুদিন আগে Sympohnyব্যান্ড এর বিরুদ্ধে ব্যাপক অভিযোগ পাওয়া গেল যে, বাংলাদেশের Sympohnyব্র্যান্ড এর বাজারজাতকারী গ্রুপ নিম্নমানের চায়না সেট আমদানি করে Sympohnyলেবেলে বাজারজাত করছে ও গ্রাহক সেবার নামে প্রতারণা করছে। যার ফলে গ্রাহক তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে (সুত্রঃ বাংলানিউস২৪)।


তো এক্ষেত্রে বাংলাদেশের প্রযুক্তি শিল্প কে উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে আসলে সততা বড় একটি বিষয়। বাজারজাতকারী কোম্পানিগুলো এ দেশের জনগণের বিশ্বাস অর্জন করে পরবর্তীতে ধোঁকাবাজি করবে এটা কোনোভাবেই কাম্য নয়।
সৌজন্যঃ http://lifenews24.com
আমাকে ফেসবুকে পেতেঃ  সৈয়দ সাঈদুর রহমান

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।