আমাদের কথা খুঁজে নিন

   

সামাজিক ব্যবসায় জার্মানির আগ্রহ

জার্মান রাষ্ট্রদূত ড. আলব্রেস্ট কনসের আমন্ত্রণে জার্মান ফেডারেশন অব ট্রেড ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল সোমারের সাথে সাক্ষাৎ করেছেন নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার রাষ্ট্রদূতের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সোমারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে চারদিনের সফরে বাংলাদেশে অবস্থান করছে।

সাক্ষাতে সোমার সামাজিক ব্যবসার বিভিন্ন দিক নিয়ে প্রফেসর ইউনূসের সাথে আলোচনা করেন এবং ট্রেড ইউনিয়নের সাথে তার নিজের কাজের দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেন।

উল্লেখ্য, জার্মানিতে ট্রেড ইউনিয়নের ১৫০ বছরের পুরনো ইতিহাস রয়েছে।

সামাজিক ব্যবসার মাধ্যমে কিভাবে শ্রমিক এবং সুবিধাবঞ্চিতদের নতুন উপায়ে সহায়তা করা যায় এ বিষয়ে বৈঠকে তিনি ইউনূসের কাছে বিস্তারিত জানতে চান।

সামাজিক ব্যবসা যেখানে মালিক নিজে মুনাফা নেয় না, এর মাধ্যমে কিভাবে মানুষের বিভিন্ন সমস্যাগুলো বিশেষ করে বেকারত্ব থেকে মানুষকে মুক্ত করে উদ্যোক্তায় পরিণত করা যায়- এ বিষয়ে প্রফেসর ইউনূস বিস্তারিত তুলে ধরেন।

সামাজিক ব্যবসার মাধ্যমে যেমন বাংলাদেশের নানারকম সমস্যার সমাধান করা সম্ভব তেমনি ইউরোপের তরুণদের ব্যাপক বেকারত্ব দূরীকরণ সম্ভব বলে ব্যাখ্যা করেন ইউনূস।

সোমার সামাজিক ব্যবসার তাত্ত্বিক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সামাজিক ব্যবসার অনেকগুলো ধারণা ঠিক একই কারণে অতীতে কিভাবে জার্মানিতে নেওয়া হয়েছিল সে বিষয়ে তিনি উল্লেখ করেন।

তিনি প্রফেসর ইউনূসকে তার ধারণাগুলো ২০১৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জার্মান ট্রেড ইউনিয়নের কনভেনশনে উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানান।

এ আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে প্রফেসর ইউনূস উক্ত কনভেনশনে অংশগ্রহণে সম্মতি প্রকাশ করেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.