দেশটির বিভিন্ন ভেন্যুতে স্টেডিয়ামের নির্মাণ ও মেরামতের কাজ সময়মতো শেষ না হওয়ায় এমনিতেই চাপে আছে আয়োজকরা। এখন বিমানবন্দরগুলোও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
ফরতালেসায় বিমানবন্দরের জায়গা বাড়ানোর কাজ চলছে। যথাসময়ে কাজ শেষ হবে না দেখে এখন ক্ষণস্থায়ী ক্যানভাস টার্মিনাল দিয়ে বিশ্বকাপের সময়টা পার করা হবে। এখানে ব্রাজিল-মেক্সিকো লড়াইসহ বিশ্বকাপের ছয়টি ম্যাচ হবে।
সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ আরেকটি ভেন্যু বেলো হরিজনতের একটি বিমানবন্দর পরিদর্শন করতে গেলে যথা সময়ে নির্মাণকাজ শেষ করতে না পারার কথা স্বীকার করেন কর্মকর্তারা।
অন্যান্য শহরে বিমানবন্দরেও বিশ্বকাপ উপলক্ষে বাড়তি যাত্রীদের চাপ সামলাতে বিকল্প ব্যবস্থা নেয়া হচ্ছে।
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে পরিকল্পনামাফিক কাজ শেষ না হওয়ায় হতাশ। তিনি মনে করেন, অনেক বছর ধরে প্রস্তুতি নেয়ার সময় পাওয়া গেলেও এখন তাড়াহুড়ো করে কাজ শেষ করতে হচ্ছে।
রিও ডি জেনেইরোতে একটি ট্রাভেল এজেন্সি চালানো পল আরভিন বলেন, "ব্রাজিলে এসে বিমানবন্দরগুলোর দুরাবস্থা দেখে সবাই ধাক্কা খাবে।
"
১২ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলে প্রায় ৬ লাখ ফুটবলপ্রেমী আসবে বলে ধারণা করা হচ্ছে।
ব্রাজিলের বিমান চলাচল মন্ত্রী মোরেইরা ফ্রাঙ্কো অবশ্য দাবি করছেন বিমানবন্দরের কাজে দেরি হলেও বিশ্বকাপ চলার সময় বিমানবন্দরগুলোতে অতিরিক্ত যাত্রীদের সামলানো যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।