আমাদের কথা খুঁজে নিন

   

একটি স্টেডিয়ামের আত্মকাহিনী

নো ওয়ান ক্যান মেক মি ফিল ইনফেরিওর উইদআউট মাই কনসেন্ট!

বলতে দ্বিধা নেই, এটা আমারই অভিশাপ! আমার দেশের দলকে ৫৮ ও ৭৮ রানের লজ্জায় ফেলে দেওয়ার কারনে দেশের সবাই আমার চৌদ্দগুষ্টি উদ্ধার করা শুরু করেছিলো! সবাই বলাবলি করছিলো, ভবিষ্যতে আমাদের আর কোন ম্যাচ যেন আমার এখানে না হয়। সব ম্যাচ এরপর থেকে নাকি হতে হবে ওই 'পয়া' জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। খুব মন খারাপ হয়েছিলো তখন, এভাবে আমার দেশের লোকেরাই আমার বিরুদ্ধে কথা বলবে? আমার ব্যান চাইবে? সব দোষ ওই শয়তান ওঃ ইন্ডিজ ও সাউথ আফ্রিকার। তাই তৎক্ষনাৎ ওদেরকে আমি অভিশাপ দিয়েছিলাম, ''তোদেরকে আর একবার পাইলে যদি বাপ-মায়ের নাম ভুলাইয়া না ছাড়সি, আমার নাম তাইলে শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম-ই না!'' উপরওয়ালাকে কি বলে যে ধন্যবাদ দিবো! প্রথমেই আমাকে দিলো ওঃ ইন্ডিজকে ও পরে সাউথ আফ্রিকাকে! 'আর যাবি কই বাছাধনেরা?' ঘরের ছেলেকে সুন্দর করে ঘরে পাঠিয়ে দিয়েছি; 'আজীবন মনে রাখবি আমারে!' তবে শুনতে পেলাম, ওঃ ইন্ডিজ ও সাউথ আফ্রিকার পরাজয়গুলোকে কেউ 'বিগত দিনের ছায়া' বা কেউ 'চোকার-জোকার' বলে আখ্যায়িত করছে! ওরে বোকার দল, এ হচ্ছে আমার অভিশাপ! তোমাদের বিশ্বাস অর্জনের জন্যে এছাড়া আমার আর কিছু করারও ছিল না। আমার দেশ খেলবে, অথচ আমার এখানে নয়, ওই জহুরের ওইখানে, সেটা কি আমি মানতে পারবো? আশা করি এরপর থেকে আমাকে আর অপয়া, কলঙ্কিনী ইত্যাদি বিশেষনে অলঙ্কৃত করবে না! আমি তোমাদেরই ছিলাম, তোমাদেরই আছি, এবং আজীবন তোমাদেরই থাকবো!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.