আমাদের কথা খুঁজে নিন

   

অস্ত্র হাতে নিলে মুক্তিযোদ্ধা হওয়া যায়না বস্তাভর্তি টাকা চুরি করলে হওয়া যায়।মন্ত্রী বলে কথা!

মন্ত্রী বলে কথা তাও আবার দপ্তরবিহীন মন্ত্রী। নাম সুরঞ্জিত। কিছুদিন আগে তার ঘুষের টাকা বহনের সময় পি এস বস্তাভর্তি টাকা সহ ধরা পড়লেন । কলংক বইতে না পেরে পদত্যগ করলেন। হাজারো হইলেওতো ক্ষমতায় আসার সহযোগিতার জন্য তার মাধ্যমে হয়তো দে্নদরবার করেছেন ভারতের কর্তাব্যক্তিদের সাথে সেই প্রতিদান হিসাবে হয়তো তার নেত্রী দপ্তরবিহীন হইলেও পতাকাবাহী মন্ত্রী করে রেখেছেন।

শেয়ার বাজার হতে হাজার হাজার কোটি টাকা পাচার করলে বা পদ্মা সেতুর মত কাজ থেকে কাজ শুরুর আগেই দুর্নীতি করলে বা হল্মার্কের এবং ডেস্টিনির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা চুরি করলে কুইকরেন্টালের নামে হাজার কোটী টাকা দুর্নীতি করলে বা বিঃজিতের মত পথচারিকে পিটিয়ে হত্য করলে বা সাগর রুনির হত্যকে অন্ন্যখাতে প্রবাহিত করলে বা দেশের এক্ মাত্র নোবেল জয়ীর বিরুদ্ধে দেশদ্রোহীমুলক আচরন করে ভারতীয় নোবেলজয়ীকে বুকে টেনে নিলে কি মুক্তিযোদ্ধা হওয়া যায় মিঃ সুওরঞ্জিত। ৯৬ এ জামায়াতকে আচলের নিচে কদম্ বন্ধু করে রেখে এখন সেই কদম বন্ধু পার্শে না থাকার কারনে ক্ষমতায় যাওয়ার সহজ ব্যবসা মুক্তিযোদ্ধা নামের পবিত্র শব্দকে ব্যবহার করে ভেবেছেন যে পুলসিরাতের ন্যয় ক্ষমতায় যাবেন ভাব্লেন কি করে সুরঞ্জিত সাহেব? কেবলতো দল ছেড়েছেন রংপুরের সদ্য নির্বাচিত নগরপিতা ঝন্টু তাও আবার জনগনের কাছে কথা দিয়েছিলেন এই মর্মে যে সে নির্বাচিত হলে কখনো আওইয়ামীলিগ করবেন না বলে । তাই জনগন ভোট দিয়েছেন । এতো গেল রংপুরের কথা। সুরঞ্জিত সাহেবের দিরাই ও জগদলেতো লক্ষ জনতা রেডি হয়ে আছে আওয়ামীলিগ ছাড়ার অপেক্ষায়।

সারা দেশ এখন বুঝে গেছে যুদ্ধাপরাধীদের বিচারের গান হলো আওয়ামীলেগের একপ্রকার ক্ষমতা ব্যবসা তাই নয়কি সুরঞ্জিত সাহেব?দেখতে পাবেন সারা দেশে কিভাবে আওয়ামীলিগ ছাড়ার গনজোয়ার উঠেছে । একটু সময় দিন মশায়! কথা কম বলেন কারন ক্ষমতাতো শেষ বেলা। পারলে জনগনের জন্য কাজ করুন হয়তো একদিন তারা আপনাদের জেল শাস্তির সময়সীমা কমিয়ে আনার জন্য আন্দোলনে শরীকও হতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.