খরচ নিয়ে এক বিতর্কের জেরে পদত্যাগ করেছেন ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী মারিয়া মিলার। প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিট থেকে তা জানানো হয়। তার এ পদত্যাগ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ব্যক্তিগত ক্ষমতার প্রতি এক বড় ধরনের ধাক্কা বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ক্যামেরনকে লেখা এক চিঠিতে মিলার বলেন, এ বিতর্ক সরকার যে গুরুত্বপূর্ণ কাজ করছে তা থেকে দৃষ্টি অন্য দিকে সরিয়ে নিয়েছে।
এদিকে, সঠিক সময়ে ফের মন্ত্রিসভায় মিলার ফিরে আসতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন ক্যামেরন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।