আমাদের কথা খুঁজে নিন

   

গানে নিয়মিত তারিন

তারিন জাহানকে শুধু অভিনেত্রী বলা ঠিক হবে না। তিনি কণ্ঠশিল্পীও। অভিনয়ের বয়সের সমানই তার গানের বয়স। নতুন কুঁড়ির যুগ থেকে শুরু। অনেক গান করেছেন।

নতুন কুঁড়ির পরপর তারিন এবং ঈশিতা মিলে গেয়েছিলেন 'ময়ূরী মন পাখনা মেলে মেঘ দেখে আকাশে' গানটি। মিল্টন খন্দকারের কথায় গানটি সুর করেছিলেন আনিসুর রহমান তনু। গানের সঙ্গে দু'জন নৃত্যও করেছিলেন। শামীম আরা নীপার নৃত্য পরিচালনায় অনুষ্ঠানটি বিটিভিতে প্রচার হয়েছিল। তারিন তখন অষ্টম শ্রেণীর ছাত্রী।

সেই থেকে শুরু। অসংখ্য গান করেছেন তিনি। কিন্তু অভিনয়ে তার মুখ বেশি পরিচিত। তাই কণ্ঠশিল্পী পরিচয়কে ছাপিয়ে গেছে অভিনেত্রী পরিচয়। তাই বলে তারিন গান থেকে দূরে সরে যাননি।

এখনো নিয়মিত গান করছেন। গত বছর বেশ ঘটা করে প্রকাশ হয় তারিনের প্রথম অ্যালবাম 'আকাশ দেবো কাকে'। মায়ের অনুপ্রেরণায় তারিন গায়িকা। তার মা খুব করে চাইতেন তারিন গানটা নিয়মিত করুক। আর তাই মাকে উৎসর্গ করেই অ্যালবামটি করেছিলেন তারিন।

আর এখন তিনি প্রস্তুতি নিয়েছেন দ্বিতীয় অ্যালবামের। এবারের অ্যালবামটি করবেন বাবাকে উৎসর্গ করে। আর প্রথম অ্যালবামের মতো এ অ্যালবামটিরও সবগুলো গান লিখছেন জুলফিকার রাসেল। তারিন বলেন, 'গান তো নিয়মিতই করছি। মায়ের জন্য প্রথম অ্যালবাম করেছি।

এবার বাবার জন্য। কাজ এগোচ্ছে। শীঘ্রই কাজ শুরু হবে। '

এরই মাঝে অ্যালবামের প্রথম গানের লিরিক হাতে পেয়েছেন তারিন। গানটি বাবাকে নিয়ে লেখা।

কথা হচ্ছে- আমার দেখা প্রথম নায়ক আমার কাছে সেরা, বাবা তোমার হৃদয়টা যে আদর স্নেহে ঘেরা, সারাজীবন দিয়ে গেছো আর কতো দেবে? , সামান্য এই ভালোবাসা বলো বাবা নেবে?'। গানটির সুর করছেন ইবরার টিপু। শীঘ্রই এর রেকর্ডিং শুরু হবে।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.