আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে ভাঙার খবর গুজব: সানিয়া

ক্রিকেটার সোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিয়ে ভাঙছে এমন খবর পাকিস্তানের সংবাদ মাধ্যম থেকে পাওয়া গেছে। কিন্তু এসব খবর গুজব বলে উড়িয়ে দিলেন সানিয়া মির্জা নিজেই।

ছুটি কাটাতে সানিয়া এখন পাকিস্তানের শিয়ালকোটে শ্বশুর বাড়িতে। সানিয়ার কথায়, 'সকলে একসঙ্গে বসে টি-২০ ফাইনাল দেখলাম। ঘরে বসে ভারতের জন্য গলা ফাটালাম।

ভারত হেরে যাওয়ার কষ্ট পেয়েছি। আবার মেনে নিয়েছি, দিনটা ছিল শ্রীলঙ্কার। '

শোয়েব প্রসঙ্গে সানিয়া বললেন, 'আমরা দুইজনেই পেশাদার খেলোয়াড়। খেলাটাকে আমরা বরাবরই বেশি গুরুত্ব দিই। তাই দুইজনের মধ্যে দেখা সাক্ষাৎ কম হয়।

কিন্তু কী করা যাবে? এ নিয়ে চলতে হবে। '

চার বছর হল সানিয়া-শোয়েবের বিয়ে হয়েছে। চার বছরের মধ্যে বহু বার বিয়ে ভাঙার কথা খবরের কাগজে বেরিয়েছে। এ প্রসঙ্গে সানিয়ার মন্তব্য, 'আমাদের জীবন এত সহজ নয়। দুইজনেরই দেশ আলাদা।

এ নিয়ে আমাদের মধ্যে চাপ রয়েছে। তা সত্ত্বেও আমরা বিযয়টাকে সামলে নিয়েছি। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। '

পাকিস্তানে নিরাপত্তার সমস্যা। নানা ঝামেলা সত্ত্বেও শোয়েবের সঙ্গে দেখা করতে আসা কোনওদিন আটকায়নি।

ভারতীয় টেনিস তারকার মন্তব্য, 'সবাই পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কথা বলেন। আমার কোনো দিন এ সব সমস্যা হয়নি। আমার সব সময় মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছি। '

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.