আমাদের কথা খুঁজে নিন

   

পাখি প্রদর্শনী উৎসব

র‌্যাবের গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রুম্মন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক ব্যক্তি ইন্টারনেটে বিভিন্ন ধরনের ‘আপত্তিকর’ ছবি পোস্ট করতো। সেগুলো দিয়ে মানুষ সম্পর্কে সে অপপ্রচার চালাতো। ”
তার কাছ থেকে একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার সেলিম পাশার প্রকৃত নাম আব্দুল মালেক সেলিম (৩৮)। কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মনতলী বাজারে তার গ্রামের বাড়ি।


র‌্যাব ১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াৎ জানান, কয়েকদিন আগে নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন র‌্যাবের কাছে অভিযোগ করেন, কারা যেন ফেইসবুকে তার প্রতিষ্ঠানের নামে একটি পেইজ খুলে তাতে বিভিন্ন ধরনের অশ্লীল, মানহানিকর ও বিব্রতকর বক্তব্য, ছবি ও ভিডিও আপলোড করছে।
এই অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা দল জানতে পারে- সেলিম পাশা একাধিক ফেইসবুক একাউন্টের মাধ্যমে এ অপকর্ম করছে। পরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে যমুনা ফিউচার পার্ক শপিংমলের সামনে থেকে তাকে আটক করে র‌্যাব।
এ সময় তার কাছে দুটি মোবাইল ফোন পাওয়া যায়। পরে বারিধারার ১/এ নম্বর সড়কের ৪০ নম্বর বাসায় অভিযান চালিয়ে তার ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়।


র‌্যাব জানিয়েছে, সেলিম পাশা ওরফে আবদুল মালেক সেলিম ১৯৯৩ সালে সৌদি আরব গিয়েছিলেন। এরপর সেখানে কম্পিউটার ও ভিওআইপি ব্যবসায় জড়িয়ে পড়েন। ২০০৭ সালে তিনি দেশে ফিরে আসেন এবং পুনরায় কম্পিউটার ও ভিওআইপি ব্যবসা শুরু করেন।
বারিধারার সুবাস্তু নজর ভ্যালি মার্কেটে দুটি দোকান এবং বারিধারায় একটি ফ্ল্যাট রয়েছে তার।
সেলিম র‌্যাবের কাছে স্বীকার করেছে, ২০১১ সালে একটি অনলাইন পত্রিকা খোলেন তিনি।

মূলত পত্রিকাটি জনপ্রিয় করতে সেখানে বিভিন্ন ‘আপত্তিকর ছবি’ আপলোড করছিলেন।
এছাড়া ফেইসবুকে নিরাপদ সড়ক চাই, নিরাপদ খাবার চাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি, বাঁশের কেল্লা, কুমিল্লা,  ড. আসিফ নজরুলের নামে পেইজ চালু করেন তিনি।
এসব কাজের জন্য তিনি তিনটি মেইল আইডি ব্যবহার করতেন বলে জানান র‌্যাব কর্মকর্তা মোস্তাক সরকার।  

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.