আমাদের কথা খুঁজে নিন

   

যারা শচিন টেন্ডুলকারকে ঘৃণা বা অপছন্দ করে তাদের জন্য আজকে একটি শুভদিন।

আমি ৫০০৯৩ নম্বর ব্লগার ওয়ানডেকে বিদায় বললেন শচীন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে অবসরের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন—গত অক্টোবরে কথাটা জানিয়ে রেখেছিলেন শচীন টেন্ডুলকার। কথা রেখেছেন লিটল মাস্টার। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট নয়, শুধু ওয়ানডেকে বিদায় জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। ‘ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। ’ আজ রোববার দেওয়া এক বিবৃতিতে বলেন শচীন।

লিটল মাস্টার বলেন, ‘ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। ২০১৫ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ের প্রস্তুতিটা দ্রুত শুরু করা উচিত এবং এটা জরুরি। আগামী দিনে দলের সফলতা কামনা করছি আমি। বছরের পর বছর ধরে আমাকে শর্তহীনভাবে সমর্থন ও ভালোবেসে যাওয়ায় শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ’ শচীনের ওয়ানডেতে অভিষেক হয় ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে।

কাকতালীয়ভাবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের ঠিক আগমুহূর্তে ওয়ানডে থেকে অবসর নিলেন তিনি। মাঝখানে কেটে গেছে দীর্ঘ ২৩টি বছর। দীর্ঘ ক্যারিয়ারে ৪৬৩টি ওয়ানডেতে অংশ নিয়েছেন শচীন। একের পর এক গড়েছেন রেকর্ড। ওয়ানডেতে তাঁর ১৮ হাজার ৪২৬ রান, ৪৯টি সেঞ্চুরি—দুটিই ওয়ানডে ক্রিকেটের রেকর্ড।

ওয়ানডেতে শচীনের গড় ৪৪.৮৩। বল হাতেও কম যাননি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক। ওয়ানডেতে তাঁর শিকার ১৫৪ উইকেট, সেরা বোলিং ৩২ রানে পাঁচ উইকেট। সাম্প্রতিক সময়ে ফর্মহীনতার কারণে শচীনের অবসর নিয়ে বিতর্ক ওঠে। সর্বশেষ নিউজিল্যান্ড সফর ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হলে বিতর্কে নতুন মাত্রা যোগ হয়।

তবে শচীন অবশ্য সব সময়ই বলে এসেছেন, তাঁর অবসর নিয়ে কাউকে কথা বলতে হবে না। যখন তাঁর মনে হবে যে দলের জন্য কিছু করতে পারছেন না, তখনই কেবল অবসর নেবেন তিনি। গত বছর বিশ্বকাপ চলার সময় শচীনের অবসর নিয়ে গুঞ্জন ওঠে। গণমাধ্যমে বলা হচ্ছিল, ভারত বিশ্বকাপ জিতলে অবসর নেবেন তিনি। এর পর বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেটের শততম সেঞ্চুরির দেখা পেলেই অবসর নেবেন শচীন।

সর্বশেষ, লিটল মাস্টার ভারতের রাজ্যসভার সদস্য মনোনীত হলে একই গুঞ্জন ওঠে। পাঠকের মন্তব্য Firoz Alam ২০১২.১২.২৩ ১৩:৪৩ বিদায় নিলেও ক্রিকেট বিশ্ব কখনো ভুলবেনা, ইন্ডিয়া ক্রিকেটের প্রান ভোমরা, বিশ্ব ক্রিকেটের লিটল মাষ্টার শচীন টেন্ডুলকারের অসামান্য অবদানের স্মৃতি কথা। অবসর জীবন সুখী হোক তোমার এই শুভ কামনা রইল। Kazi Md Anwar Hossain ২০১২.১২.২৩ ১৩:৪৫ A great tragedy Sadakalo ২০১২.১২.২৩ ১৩:৪৬ Cricket + Record = Sachin Tendulkar. Salute u Sir...... Deep Ghoswami ২০১২.১২.২৩ ১৩:৪৭ Best of Luck! God bless you. JANNATUN NAIM RAJON ২০১২.১২.২৩ ১৩:৪৮ আর কত খেলবে । Md.Zulhas Uddin ২০১২.১২.২৩ ১৩:৫১ অভিবাদন হে মহান ক্রিকেটার , আপনি দীর্ঘজীবী হউন।

alamgir ২০১২.১২.২৩ ১৩:৫৫ end of great man tendul...god blass u..... Sharif ২০১২.১২.২৩ ১৪:০০ আমি শচিনের ভক্ত হিসাবে ওয়ানডেতে ৫০টা শতক হউক চেয়েছিলাম । আমি তার ২টা শতক বাদে সব কয়টা শতক দেখিছি । শচিনের অভিষেক দেখেছি, আমি তখন ক্লাশ নাইনে পড়ি । আমি চাই আমার ছেলে শচিনের মত একজন ভাল খেলোয়াড় হোক । Sumon ২০১২.১২.২৩ ১৪:০১ Good bye great man in the cricket world.... best wishes!!!!!!!!!!!!!!!!!! Maruf ২০১২.১২.২৩ ১৪:০৯ Another Legend Departs. Salute to u Sir. syed Kamal mohammad Mukul ২০১২.১২.২৩ ১৪:০৯ বিদায় সচিনা ! Mehir Kumar Mondal ২০১২.১২.২৩ ১৪:১৭ চেয়েছিলাম ওয়ানডেতে ৫০ টি শতক করেই বিদায় নেবেন, ভেবেছিলাম তিনিও বোধ হয় এমনই ভাবছেন, কিন্তু তা আর হলনা।

গ্রেটকে বিদায় দিতে কষ্ট হচ্ছে। তবুও বিদায় শচীন টেন্ডুলকার। তুমি চলে গেলেও চিরদিন তোমার কীর্তি মনে রাখবে ক্রিকেট বিশ্ব। dibakar ( U S A) ২০১২.১২.২৩ ১৪:২১ যতদিন আছে ক্রিকেট বেছে থাকবে তুমি হৃদয়ে হে মহান ! বিশ্ব ক্রিকেট তোমার অভাব অনূভব করবে । সুন্দর সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করি ।

ভালো থাকা হয় যেন !! Sheikh Mehdi Hasan ২০১২.১২.২৩ ১৪:২৮ প্রিয় শচীন, তুমি আকুল করেছো আমায় তোমার সৃষ্টিতে তুমি ভাসিয়েছো আমায় রানের বৃষ্টিতে। কখন যে হয়ে গেলো বিদায়ের বেলা এখন বিমুগ্ধ হয়ে দেখবো কার খেলা? ---- শচীনের জন্য অর্ঘ্য। মেহদি। কামরুল হাসান ২০১২.১২.২৩ ১৪:৩৪ শচীন কে নিয়ে আজ আমি কোনো মন্তব্য করতে পারছিনা । ক্রিকেট খেলা যখন থেকে দেখি তখন থেকে শচীন আমার ভিতর কাজ করতেন ।

শচীন মানে তো - পরিচ্ছন্ন ক্রিকেট ,একজন জীবন্ত্য কিংবদন্তী । জানি না ক্রিকেট বিশ্বকে আরো কতো শতাদ্বী অপেক্খা করতে হবে এরকম একজন শচীন এর জন্য । অভিবাদন হে মহান ক্রিকেটার ,তুমি দীর্ঘজীবী হও । Ronju Khan ২০১২.১২.২৩ ১৪:৩৭ বিশ্ব ক্রিকেটের ডন আমার প্রিয় ব্যাটসম্যান যার জন্য আমি ক্রিকেটকে ভালবাসতে শিখেছি সেই সচীন এই ভাবে বিদায় নিবে এটা আমি ভাবিনি , আমার ইচ্ছা ছিল শচীন খেলার মাঠে কোটি ভক্তের ভালবাসায় শিক্ত হয়ে বিদায় নিবে আমাদের চোখে অশ্রু কনা জমা হবে , যাই হোক শচিনের বিদায় বিশ্ব ক্রিকেটের জন্য অপুরনীয় ক্ষতি। শুভ কামনা লিটল মস্টারের জন্য ! Hasan Mahmood ২০১২.১২.২৩ ১৪:৪২ Its really nice to know that Sachin played his last match in Dhaka & his last ODI century against Bangladesh! RIP (Rest in Pleasure) Great Sachin!!! Shahed Imran Khan ২০১২.১২.২৩ ১৪:৪২ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা নক্ষত্রের বিদায় ।

আমার মনে হয় টেন্ডুল্কারের বিশ্ব কাপের পরই অবসরে যাওয়া উচিৎ ছিল । Md. Shamsul Alam ২০১২.১২.২৩ ১৪:৪৩ we will be great miss. shoriful ২০১২.১২.২৩ ১৪:৪৯ ৫০ সেঞ্চুরি আসাই ছিলাম় প্রথম আলো থেকে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.