কামলা দিয়া খাই, পোষ্ট লিখার টাইম নাই । আমরা নতুন ব্লগার ( হইতো আমার মতো অনেকেই আছে তাই আমরা বললাম )। সারাদিন লেখা পড়তে দিন যাইগা ( আসলে পোষ্ট লিখতে গেলে হাডু কাঁপে ) । পোষ্টে কমেন্ট করে কূল পাই না লেখার টাইম কই ( আসলে আইলসা ) । তাছাড়া সবাই পোষ্ট দিলে হইবো ( সবাই পোষ্ট করলেতো রাজ্জাক সাবানার মত গড়াগড়ি খাইয়া পাঁচ মিনিটে তিন মাইল নিচে পইড়া যাইবো ) কমেন্ট করবো কিডা। লেখায় কমেন্ট না হইলে লেখক ভাল লেখার জন্য শক্তি পাইবো কই ( আমরা আছিনা ) । কমেন্ট না পাইয়া লেখক তো লেখা কমাইয়া দিবো ( খবর আছে )। লেখা কমইয়া দিলে পড়মু কিতা ( বইসা বইসা মুড়ি খাওন লাগবো ) । তাই সামুর কাছে আমাদের ( আম আইলসা ব্লগার ) প্রানের দাবি, যদিও আমরা নতুন পোষ্ট না দিই ( দিমু কেম্নে হাডুর বাডি কাঁপাকাঁপি বাইড়া যাইতাছে ) তারপর ও আমাদের সেইফ করা হোক । ইতি রাসেল ( স্বঘোষিত সভাপতি অফ আইলসা গ্রুফ )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।