ব্লগিং শুরু করলাম আমার স্কুলে মাইর খাওয়ার কাহিনী মনে পরে গেলো, তাই গালি বের হয়ে গেলো! আপনাদের মাঝে কোন টিচার থাকলে মাইন্ড করবেন না।
মাইর (আসলে "মার" হবে কিন্তু স্কুলের টিচার রা আসলে মার দেয় না তারা মাইর দেয় বা ধোলাই দেয়) তো অনেকবার খেয়েছি।
কিন্তু কিছু আজব-ইউনিক টাইপের মাইর এর কথা কখোনো ভুলবো না। তার যারা নিজের পড়ানোর কৌশল নিয়ে মাথা না ঘামিয়ে কিভাবে কোন মাইর দিলে আরো ব্যাথা পাওয়া যায় সেগুলো নিয়ে মাথা ঘামাতো তাদের কথাও ভুলবো না। এরা টিচার নামের কলঙ্ক।
অমানুষের জাত একএকটা।
আমার এক অমানুষ টাইপের টিচার ছিলো তিনি ইংলিশ পড়াতেন। মুখ ভর্তি দাড়ি ছিলো। অনেক লম্বা চওড়া ছিলো। আমরা তাকে ডাকতাম বিগ শো।
বিগ শো নামের এক রেসলার ছিলো (বা এখনো আছে, রেসলিং দেখি না) তার সাথে চেহারায় আশ্চর্য মিল ছিলো। আর ফিজিক তো ওইরকমই ছিলো।
এই শালা এমন এক মাইর দিতো যেটা আগে কোন দিন দেখিনি। সেটা হলো একটা কাঠের স্কেল এর পাশের দিক দিয়ে (চিকন সারফেসটা দিয়ে) পিচ্চিদের নরম হাতের উপরে ৩০-৫০টা বার মারতো!
এইটা যে কি খারাপ ছিলো তখন বুঝতাম না। আমার কথা হলো শালার ভাই আমি যদি পড়াশোনা না করি তোর কি? আমার রেজাল্ট খারাপ হবে।
তুই বেতন পাস পড়ানোর জন্য, আমরা বেতন দেই পড়ার জন্য। ব্যাপারটা এমন ধরেন আপনি গ্রামিনফোন বা বাংলালিঙ্ক কে টাকা দেন কথা বলার জন্য। আপনি ফোন করে কথা না বলে টাকা খরচ করলে গ্রামীণফোন কি করবে? আপনাকে মারবে? আর এইভাবে মার খেয়ে কয়জন ভালো মানুষ হয়েছে জানতে চাই।
এভাবে কারো রেজাল্টও ভালো হয় না আবার মেধাও বাশ গাছে মত তাড়াতাড়ি বেড়ে যায় না। কিছুই হয় না।
এই শিক্ষক নামে অমানুষ গুলা নিজেদের ব্যাক্তিগত/পারিবারিক বা আরো যত রাগ আছে, ছোট বাচ্চাদের মেরে ঝাল ঝাড়ে।
আমি তাদের বলতে চাই, এক বাপের পোলা হয়ে থাকলে তোর সমান কোন লোককে পিটা। দেখি কত সাহস তোদের? X#
জাফর স্যারের একটি মন্তব্য নিশ্চিন্তে ঘুমানোর কারন
ক্যাস্পারস্কির মালিকের ব্যাপারে জানেন?
এই ইংরেজি শব্দগুলোর মানে জানেন? না জানলে জেনে নিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।