স্বাধীনতা তুমি রক্তের সাগরে ভেসে এলে আজ বলো হে স্বাধীনতা এসে তুমি কী পেলে ? তোমাকে নিয়ে আসতে যারা বুকের রক্ত রক্তল্লাসে দিলো ঢেলে , আজ বলো হে স্বাধীনতা তাদেরই বা কী প্রাপ্য দিলে ? যে বীরঙ্গনা রোজ ভাসে চোখের জলে যে যোদ্ধার পা থাকে রিক্সার প্যাডেলে, কিংবা ভিক্ষার থলি নিয়ে পথ চলে, বলো হে স্বাধীনতা, আজ তাদের সান্ত্বনা দিবে কী বলে ? আজ যদি রুমি, আজাদ কিংবা জাঁ কুয়ে বেলজিয়ামের সেই রয়মন্স এসে বলে, তোমাকে আনবো বলে, হে স্বাধীনতা বুকের রক্ত দিলাম তোমার বেদীতলে । রক্ত সুধা নিয়ে তুমি তো এলে এসে তুমি রক্তের কী সম্মান দিলে ? কৃষক-শ্রমিক, ছাত্র-শিক্ষকের রক্তে স্নাত হে স্বাধীনতা, তুমি উওর দাও কী হেতু আজ এই ব্যর্থতা ? আজ ৪০ বছর শেষে এসে নতুন প্রজন্ম চায় জানতে, চায় সেই দুখী মুক্তিযোদ্ধার সমব্যথী হয়ে কাঁদতে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।