আমাদের কথা খুঁজে নিন

   

রানা প্লাজায় স্বজনদের মানববন্ধন

রোববার সকাল সাড়ে ১০টার দিকে রানা প্লাজার ঘেরা দেয়া কাঁটাতারের সামনে এ কর্মসূচির আয়োজন করে গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
এরপর একটি বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানচলাচল বন্ধ থাকায় ব্যাপক যানজট হয়।
মানববন্ধনে বক্তারা নিখোঁজদের লাশের সন্ধান, হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণসহ আহতদের সুচিকিৎসার দাবি জানান।
তাদের অভিযোগ, ভবন ধসের এক মাসেরও বেশি সময় পার হলেও এখনো নিখোঁজের সংখ্যা নির্ধারণ করা হয়নি।

তাদের স্বজনদের তেমন কোনো ক্ষতিপূরণও দেয়া হয়নি।
এছাড়াও আহতদের সঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে না বলেও তারা অভিযোগ করেন।
মানববন্ধন শেষে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিখোঁজের স্বজনরা দাবি-দাওয়া নিয়ে একটি স্মারকলিপি দেবে বললেও দেয়নি।  
তিনি জানান, সকাল পর্যন্ত উপজেলা প্রশাসনের করা তালিকায় নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৭।


এ তালিকা আরও দীর্ঘ হচ্ছে বলেও তিনি জানান।
এদিকে সাভার মডেল থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জেনিফার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রানা প্লাজা ধসে নিখোঁজদের স্বজনেরা ২০৩টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডে নয়তলা রানা প্লাজা ধসে এক হাজার ১২৯ জন নিহত হয়। তাদের বেশিরভাগই ছিলেন পোশাক শ্রমিক। ওই ভবনে পাঁচটি পোশাক কারখানা ছিল।

ধসে পড়ার আগের দিন ভবনটিতে ফাটল দেখা দিয়েছিল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.