মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ।তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ব্লগ দিবস নিয়ে লেখা প্রায় সবার পোষ্ট নির্বাচিত পাতায় যাচ্ছে কিন্তু কালকে একটা পোষ্ট দিলাম ব্লগ দিবস নিয়ে সেটা কেন নির্বাচিত পাতায় ঠাই পেল না বুঝলাম না। আমার পোষ্টটাতে কি মডু বা ব্লগারদের বিরোধী কিছু ছিল?? পোষ্টটা তো ছিল ৪র্থ বাংলা ব্লগ দিবস এবং একজন সাধারন ব্লগারের নতুন অভিজ্ঞতা... নামে। আমিতো আমার সরল স্বীকারোক্তি দিয়েছিলাম নিজের মত করে। ফেমাস ব্লগারদের মত করে রসিয়ে রসিয়ে লিখতে পারি নি বলে কি সেটা নির্বাচিত হল না,ঠিক বুঝলাম না। নাকি এখানেও মডারেটর সাহেব ফেমাসদের সাথে নবীনদের পার্থক্য গড়ে দিতে চাইছেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।