শাফিক আফতাব------- ওরা বিচার করতে চায়, শ্লোগাণে ওরা অধিকার আদায়ের কথা বলে শ্রুতিমধুর শ্লোগানে নুয়ে পড়া দেহের রোমকূপে জাগে শিহরণ ওরা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা আর চিকিৎসার কথা বলে ওরা দাবী মেনে নেবে বলে মাম পানিতে ভাঙ্গায় অনশণ। ওরা ঘটনা ঘটার পর পাশে এসে দাড়ায় ঘটিত ঘটনার পূর্বে কোনো তদন্ত কমিটি গঠিত হয় না দামী কলমের খোসায় ওরা প্রাক্কলিত ব্যয়ের সিংহভাগ খায়, শ্রমজীবী মানুষের আয়ের উৎস। এদের এতটুকু লজ্জা হয় না। খেটে খাওয়া মানুষের ঘামে প্রেমে শ্রমে বাংলার অর্থনৈতিক মুক্তি বিজ্ঞ আর শিক্ষিতজন শুধু মুখে বুলি আওড়িয়ে নিজের পদ আর পিঠ বাঁচাতে করিনা একটুও কটুক্তি অনেকেই জীবিকা নির্বাহ করি ঘুষ উৎকোচ আর টেন্ডার বাগিয়ে। কারখানায় আগুন, দালান ধস আর লঞ্চ ডুবিতে কত তদন্ত কমিটি কোন অপরাধে কী হয়েছে শাস্তি জানিনাও একটি। ০১.০৪.২০১৩---------------------------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।