আমাদের কথা খুঁজে নিন

   

গোয়েন্দা বিশ্লেষকদের অভিমত : স্যান্ডি হুক হত্যাকাণ্ডে ইসরাইলি ডেথ স্কোয়াড জড়িত

সাধারণ মানুষ যার জানার কিছু ইচ্ছা আছে। গোয়েন্দা বিশ্লেষকদের অভিমত : স্যান্ডি হুক হত্যাকাণ্ডে ইসরাইলি ডেথ স্কোয়াড জড়িত দৈনিক আমার দেশ : ২০/১২/২০১২ আমেরিকার কানেকটিকাট অঙ্গরাজ্যের স্যান্ডি হুক প্রাইমারি স্কুলের হত্যাকাণ্ডকে এখন আর নিতান্তই ‘আত্মঘাতী খুন’ বলে মনে করা হ”েছ না; এ ঘটনাকে বলা হ”েছ বড় ধরনের সন্ত্রাসী তৎপরতা। আর এর সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের ঘাতক দল জড়িত বলে মনে করছেন গোয়েন্দা বিে শ্লষকরা। আরিজোনা অঙ্গরাজ্যের রিপাবলিকান দলের সাবেক গভর্নর প্রার্থী মাইকেল হ্যারিস একটি আন্তর্জাতিক মিডিয়ায় কানেকটিকাটের এ সন্ত্রাসী হামলাকে ইসরাইলের প্রতিশোধ ব লে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসরাইল এখন আমেরিকা ও প্রেসিডেন্ট বারাক ওবামার বির“দ্ধে প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে।

হ্যারিস ইসরাইল বলতে অবৈধ এ রাষ্ট্রের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বুঝিয়েছেন বলে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। মাইকেল হ্যারিস আরও বলেছেন, ‘এ মিশন ছিল আমেরিকার জন্য একটি শিক্ষা। তারা জানত যে, আমেরিকা এ শাস্তি মুখ বুজে সহ্য করবে আর এর দায়ভার চাপানো হবে অপরিচিত কোনো বক্তির ওপর। এটা হ”েছ ইসরাইলের বেছে নেয়া আরেকটি অপরাধযজ্ঞের উদাহরণ এবং ওয়াশিংটন তাদের এ বলদর্পিতাকে প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে ছে। ’ হ্যারিস বলেন, ‘ইসরাইল মনে করে, আমেরিকা তাদের বাসের নিচে চাপা দিয়েছে, বিশেষ করে গাজা যুদ্ধ ও জাতিসংঘে ফিলিস্তিনের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পর।

এতে তেল আবিব নিজে খুবই অপমান বোধ করেছে। ’ এর জবাবে তারা আমেরিকার বির“দ্ধে অত্যন্ত নোংরা ও বর্বর পথ বেছে নিয়েছে এবং সন্ত্রাসী হামলা চালা”েছ বলে উল্লেখ করেন মাইকেল হ্যারিস। আমেরিকার নতুন সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলও একই ধরনের বিশ্লেষণ করেছেন। তিনি বলে ছেন, ওয়াশিংটন ইসরাইলকে তাদের শক্তিশালী লবি এবং সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পায়। চাক হেগেলের এ বক্তব্যে বহু মার্কিন নাগরিক ভীত হয়ে পড়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.