আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর দেশে ঘটতে থাকা একশ’ ক্রিমিন্যাল ঘটনার মধ্যে পাঁচটিরও কোনো হদিস পায় না, সুরাহা করতে পারে না! যে কোনো ঘটনা ঘটার পর তা ‘খতিয়ে দেখা’ ও সে ব্যাপারে ‘তদন্ত’ করার কথা বলে এরা কিছুদিন পরই রণে ভঙ্গ দেয়!! দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ভূমিকাও একই প্রকার!!!কক্সবাজারে ঘটনা ঘটার সময় হাজার হাজার লোককে ট্রাকে করে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। কিছু স্থানীয় লোকও তাদের সঙ্গে যোগ দেয়। কিন্তু অনেক স্থানীয় লোক এই সাম্প্রদায়িক হামলা থেকে বৌদ্ধদের এবং বৌদ্ধ মন্দির ও মঠ রক্ষার জন্য জীবন বিপন্ন করে এগিয়ে আসেন।
এক্ষেত্রে মূল হামলাকারীরা বাইরে থেকেই সংগঠিতভাবে আসে। কারা এই ক্রিমিন্যাল কাজের সংগঠক এটা বের করা কি কঠিন কাজ? চেষ্টা করলেই এ কাজ সহজেই করা যায়। কিন্তু তার ধারে-কাছে না গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো তদন্ত ছাড়া, কোনো সাক্ষ্য-প্রমাণ ছাড়াই ঘোষণা করলেন যে, এটা বিএনপির কাজ এবং এর সঙ্গে রোহিঙ্গারাও জড়িত! এই যাদের অবস্থা তারা কী তদন্ত করবে? প্রকৃত তদন্তে তাদের আগ্রহ ও চেষ্টা আছে এটা বোঝাই-বা যাবে কীভাবে? তদন্তের আগেই যেখানে দোষী চিহ্নিত করা হয় সেখানে সুষ্ঠু তদন্তের কোনো সম্ভাবনা আছে—এটা মনে করাও এক বড় ধরনের মূঢ়তা। কাজেই এর কোনো তদন্ত প্রকৃতপক্ষে হবে না। যারা এই ক্রাইম সংগঠিত করেছে তারা সরকারের মতলববাজি ও দৃঢ়তার ছত্রছায়ায় থেকেই নিজেদের রক্ষা করবে।
ফেসবুকে ইসলাম ও কোরআন অবমাননার এই ঘটনার সঙ্গে এদেশের কোনো রাজনৈতিক দলের সম্পর্ক আছে, এটা যে এক অবাস্তব চিন্তা এটা আগেই বলা হয়েছে। যারা সরাসরি এ কাজ করেছে তারা এদেশের লোক। এই কাজ যারা সংঘটিত করেছে তারা অন্যদের অর্থাত্ মূল চক্রান্তকারীদের এজেন্ট হিসেবেই এ কাজ করেছে। এই চক্রান্তকারীরা বিদেশি এবং এমন বিদেশি যারা বাংলাদেশে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায়। এরা ঠিক কারা তার হদিস বের করাই এই মুহূর্তে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর কর্তব্য।
কিন্তু বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই অন্ধকারের মধ্যে আলোর সন্ধান লাভ করে ঘটনার ঘটক চিহ্নিত করে ফেলেছেন!! কাজেই এ বিষয়ে তদন্তের একটা মহড়া গোয়েন্দা বাহিনীগুলো দিলেও এর দ্বারা যে প্রকৃত চক্রান্তকারীরা চিহ্নিত হবে এটা মনে করার কারণ নেই। এদেশের মতো হতভাগ্য দেশ আর কোথায় আছে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।