আমাদের কথা খুঁজে নিন

   

তোমার নরম শীতল কন্ঠের উষ্ণতার কাছে / সেই যে একদিন সবই তুচ্ছ আর বিবর্ণ হয়েছিল;

জানলাম-'' যিনি বীর্যবান , গুনবান, চরিত্রবান , কান্তিমান , বিদ্বান , ধর্মজ্ঞ , কৃতজ্ঞ , সত্যবাদী , দৃঢ়ব্রত , প্রিয়দর্শন , ইন্দ্রিয়জয়ী , ক্রোধজয়ী , সর্বহিতকারী , পরোন্নতি-সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ - তিনিই আদর্শ পুরুষ । " অনেক দিন হলো তোমাকে বলা হয়নি গ্রীষ্মের দুপুরে হঠাৎ ছুয়ে যাওয়া এক চিলতে ঠান্ডা হাওয়া, টিপটিপ বর্ষায় সবুজ পাতার আড়ালে দেখা একগুচ্ছ কদম, অথবা বিকেলের শরত-আকাশে ভেসে যাওয়া টুকরো টুকরো মেঘের খেলা, নয়তো হেমন্তের সোনালি ফসল আর বসন্তের মিষ্টি রোদে ভরা রঙিন সকাল; তোমার নরম শীতল কন্ঠের উষ্ণতার কাছে সেই যে একদিন সবই তুচ্ছ আর বিবর্ণ হয়েছিল; সময়ের এত পথ শেষে আজও তারা আর হারানো সে আসন ফিরে পেলো না! অনেক অনেক দিন হয়ে যাবে তবুও, তোমাকে এর কিছুই আর বলা হবে না । (অনেক দিন হলো, ডি মুন, ১৮/০৫/২০১৩, রাত ১২;২৯)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.