আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মা সেতু দুর্নীতি মামলা : সাবেক সেতুসচিব ওএসডি

আমি বই পড়তে ভালোবাসি।ভালো লাগে সরলতা, নির্মলতা, বন্ধুত্ততা, মিষ্টি হাসি, কোমলতা, গাছগাছালী লতাপাতা, এই তো। মঙ্গলবার প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে ওএসডি করা হয়েছে। সোমবার বিকেলে তাঁকে ওএসডি করার এই আদেশ দেওয়া হয়েছিল। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে মামলার পর তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো। দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্বব্যাংকের শর্ত মেনে তাঁকে ছুটিতে পাঠানো হয়। তার আগে সেতু বিভাগ থেকে সরিয়ে তাঁকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে বদলি করা হয়েছিল। উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন সোমবার মোশাররফসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে। এতে পদ্মা প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কানাডীয় কোম্পানি এসএনসি-লাভালিনকে কাজ পাইয়ে দেওয়ার জন্য অর্থ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.