রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যান-১ এর বিচারক রেজাউল করিম এ রায় দেন।
দণ্ডিত নূর মোহাম্মদ (৩২) নগরীর কর্ণফুলী থানাধীন শাহ মীরপুর এলাকার আবদুল কাশেমের ছেলে।
ট্রাইবুন্যালের রাষ্ট্রপক্ষের আইনজীবী চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।
২০০২ সালের ২৫ সেপ্টেম্বর ধর্ষিতা নিজে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।
এক্ষেত্রে আদালত কর্ণফুলী থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিলে পুলিশ নূর মোহাম্মদকে অভিযুক্ত করে ২০০৩ সালের ২৭ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন এবং ১৫ জুলাই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মামলার নথি থেকে জানা যায়, আসামি নূর মোহাম্মদ বিয়ের প্রলোভন দেখিয়ে ২০০১ সালের ২১ নভেম্বর থেকে ২০০২ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বেশ কয়েকবার ধর্ষণ করেন। রাষ্ট্র পক্ষের ১০ জন সাক্ষীর মধ্যে নয় জনের সাক্ষী গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
রায় ঘোষণার সময় দণ্ডিত নূর মোহাম্মদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।