বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা... বাংলাদেশে কী বিজ্ঞাপন বানানোর কোনো রীতি নীতি আছে? যদি থেকেও থাকে, তা মানা কী বাধ্যতামূলক? মোটেও না। প্রমাণ চান, তো আপনার বাসার টেলিভিশনটি অন করুন। আপনার পছন্দ মতো কোনো একটি দেশী চ্যানেলে কিছুক্ষণ বসে থাকুন। কী কিছু দেখতে পেলেন? বিজ্ঞাপন দেখতে পেয়েছেন তো! এবার বলুন তো এই বিজ্ঞাপন যারা বানিয়েছে তাদের কেউ কী আইনের ধার ধেরেছে? যদি তারা আইন মেনে বিজ্ঞাপন বানায়, তাহলে সেই আইন কী বাংলাদেশে চালু আছে? আমি নিশ্চিত, আপনি এবার রিমোট চেপে অন্য চ্যানেলে চলে যাবার ফন্দি করছেন। কিন্তু সেখানেও কী একই বিজ্ঞাপনের খপ্পরে পড়বেন না, ভাবছেন? অপেক্ষা করুন, আসছে বিজ্ঞাপন।
বিজ্ঞাপনে আপনি আপনার প্রোডাক্টের যতোখুশি গুনগান করুন। কিন্তু আপনি মিথ্যা তথ্য ব্যবহার করতে পারেন না। কিন্তু বাস্তবে সবই অলীক। মিথ্যা গল্প ফেঁদে ভোক্তা আহরণের চেষ্টা করছেন আপনি। কারণ, আপনার চাই মুনাফা।
আপনার চাই বেশি বিক্রি। আপনার চাই বেশি ক্রেতা। কারণ, আপনার আছে ক্রেতা ঠকানোর অসৎ কৌশল। আপনি মিথ্যা বললেও একশ্রেণীর ক্রেতা ঠিকই আপনাকে বিশ্বাস করছে। আপনার খপ্পরে পরে ঠিকই আপনার পন্য কিনছে।
আপনি আসলে পন্য বিক্রির নামে মিথ্যা বিক্রি করছেন। মিথ্যার বেসাতি করে আপনি মুনাফা করছেন। আপনি একজন অসাধু ব্যবসায়ী। কারণ, আপনি সত্য আড়াল করছেন। আপনি একজন অপরাধী।
আপনি বিজ্ঞাপনের নামে বাংলা ভাষাকে বিকৃত করছেন। ভাষা বিকৃত করে আপনি রাষ্টদ্রোহীর সমান অপরাধ করছেন। আর সেই অপরাধ আপনি করেই ক্ষান্ত হননি। আপনি এটা আবার খুব দুঃসাহস নিয়ে জাতীর উদ্দেশ্যে প্রচার করছেন। কারণ, আপনি আইনকে তোয়াক্কা করেন না।
আপনি আইনের ধার ধারেন না। আপনি বাংলা ভাষা বিকৃত করে মুনাফা করার ব্যবসায়ে নেমেছেন। আপনি তো বাংলাদেশের শত্রু। আপনার তো বাংলাদেশে বসবাস করার কোনো অধিকার নাই। কিন্তু আপনি বাংলা ভাষা বিকৃত করে ব্যবসা করছেন, মুনাফা লুটছেন, আবার ঘি খেয়ে আরাম আয়াসে এই দেশেই বসবাস করছেন।
বাংলাদেশের আইন আপনার কিছুই করতে পারছে না। কারণ, আপনি একজন ক্ষমতাশালী। আপনার টাকার জোড় আছে। তাই আপনি আইনের ধার ধারেন না।
সংস্কৃতি বিকৃতি করে আপনি বিজ্ঞাপন বানাচ্ছেন।
সংস্কৃতি বিকৃতি করলে কার কী যায় আসে? আপনার বিজ্ঞাপন বানানোর নামে সংস্কৃতি বিকৃত করার কোনোই অধিকার নাই। কিন্তু আপনি টাকার জোড়ে সংস্কৃতি বিকৃতি করে বিজ্ঞাপন বানাচ্ছেন। সেই বিজ্ঞাপন আপনি টেলিভিশানে কোনো যাচাই বাছাই ছাড়াই প্রচার করছেন। আপনি তো মহা অপরাধী। অথচ বাংলাদেশে আপনার কিছুই হচ্ছে না।
কারণ, আপনার টাকা আছে। আপনার টেলিফোন আছে। আপনার মিডিয়া আছে। আপনার নিজের টেলিভিশন চ্যানেল আছে। আপনার নিজের নিউজপেপার আছে।
আপনার ফ্যাক্টরি আছে। আপনার অনেক টাকা আছে। আপনার তো আইন মানার কথা নয়। তাই আপনি আইনের তোয়াক্কা করেন না। তাই আপনি সংস্কৃতি বিকৃতি করেও রেহাই পান।
তাই আপনি সংস্কৃতি বিকৃতি করেও তা আবার প্রচার করার মতো দুঃসাহস দেখান। আপনি একজন সংস্কৃতি হত্যার ঘাতক।
বিজ্ঞাপনের নামে আপনি গোটা জাতীকে বুদ্ধি প্রতিবন্দী ভাবছেন। আপনি মনে করছেন, গোটা জাতীই মুর্খ। কেবল আপনি জ্ঞানী।
তাই আপনি বিজ্ঞাপনে বোবা-কালা-অন্ধ-বধির-ন্যাঙ্গা-খোড়া সবাইকে ইচ্ছে মতো ব্যবহার করছেন। আপনার তো ভাই রুচি সমস্যা আছে। আপনি ব্যবসায়ে হ্যানো জিনিস নাই যা ইউজ করেন না। আপনার সমস্যাটা আসলে কী? আপনি ব্যবসা করেন, কিন্তু স্বাভাবিক মানুষের সমান মর্যাদা পাবার অধিকার সকল মানুষের আছে। আপনি সেই মর্যাদায়ও ব্যবসার মুনাফা লুটতে হাত দিছেন।
আপনি তো ভাই শুধু ব্যবসায়ী না, আপনি তো একজন মানুষ খেকো হায়ানা।
আমাদের বক্তব্য খুব পরিস্কার। আপনি ব্যবসা করেন। কিন্তু দেশের প্রচলিত আইন মেনে ব্যবসা করুন। আপনি যতো খুশি বিজ্ঞাপন বানান।
কিন্তু আপনি আইনের প্রতি শ্রদ্ধা রাখুন। আপনি মানুষের সমান মর্যাদার প্রতি সম্মান রাখুন। আপনি সত্য তথ্য প্রচার করুন। আপনি ভাষার মর্যাদা ঠিক রাখুন। আপনি আপনার পন্যের যতো খুশি রঙ করেন।
কিন্তু অসৎ বিষয়টা দয়া করে ব্যবহার করেন না। কারো অধিকার হরন করার দায়িত্ব আপনাকে কেউ দেয় নাই, ভাই।
আমরা বিজ্ঞাপনের জন্য কঠোর আইন চাই। সেই আইন সবাই মেনে চলুক, তাও নিশ্চিত হতে চাই। পাশাপাশি বিজ্ঞাপন আইন কেউ লঙ্ঘন করলে তার সকল ধরনের ব্যবসায়িক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর শাস্তি চাই।
সেই আইন ও তার ব্যবহার কীভাবে রক্ষা করা হবে, তা যার যার অবস্থান থেকে একটু চেষ্টা করলেই, একটু সচেতন হলেই করা সম্ভব। আপনি যদি টেলিভশন চ্যানেলের মালিক হয়ে থাকেন, কোনো বিজ্ঞাপন আপনার দপ্তরে জমা পড়লে তা কী আইন মেনে বানানো হয়েছে কীনা সহজেই বাছাই করতে পারেন। বিজ্ঞাপনে কী শিশু অধিকার মানা হয়েছে? মানুষের সমান অধিকার মান হয়েছে, ভাষার সঠিক ব্যবহার মানা হয়েছে, কোনো জাতী-গোষ্ঠীর বিরুদ্ধে কোনো বিকৃত বিষয় আছে কীনা, সহজেই আপনি তা যাচাই করে, সবকিছু সঠিক হলেই প্রচারের দায়িত্ব নেন। আপনি যদি সংবাদপত্রের মালিক হোন, বিজ্ঞাপন নেবার আগে এসব বিষয়ে খোঁজখবর নেন। তারপর ওই বিজ্ঞাপনটি তালিকাভুক্ত করুন।
বা ছাপানোর জন্য রাখেন।
আর যারা বিজ্ঞাপন বানানোর জন্য টাকা খরচ করছেন, তাদের বলবো, জেনে শুনে আপনি বিজ্ঞাপন বানান। যে কোনো আইডিয়াকেই চালিয়ে দেবার লোভ সংবরণ করুন। আপনার পন্যের বিজ্ঞাপনের কারণে আপনি আইনের আওতায় জেলেও যেতে পারেন। আপনার স্বপ্নের ব্যবসা এক ভুল বিজ্ঞাপনের কারণে চুকে যেতে পারে।
আপনার বাকী জীবন ঘি-র বদলে জেলের ভাতে পূরতে পারে। আপনি আপনার পন্যের বিজ্ঞাপন যথাযথ আইন মেনে করা হয়েছে কীনা তা সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে তারপর প্রচারের দায়িত্বে নামুন। অসৎ উপায়ে অনুমোদন নেবার ফন্দি ছেড়ে দিয়ে যথাযথ নিয়ম পালন করুন। নইলে আপনার বিজ্ঞাপনই একদিন আপনাকে জেলের ভাতের জন্য নিমন্ত্রণ জানাবে।
আর যারা বিজ্ঞাপন নির্মাতা, এবার তাদের বলছি।
আপনারা কী বাস্তব জগতের মানুষ? নাকী আপনারা ভীন গ্রহ থেকে উদয় হয়েছেন? নিজেদের আপনারা কী মনে করেন? খুব জ্ঞানী? খুব খুব ভণ্ড? ভণ্ডামী আর কতোকাল করবেন? কর্পোরেটের নামে আপনাদের ভণ্ডামী সাধারণ জনতা যেদিন টের পাবে, সেদিন আর এসি গাড়িতে চড়ার সুযোগ থাকবে না। জনতা আপনাদের এসি গাড়িতে হিসি করবে। আর আপনাদের মুখে থু থু দেবে। আপনিও মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না। নইলে আপনি অমানুষ হয়ে গেছেন।
তাই আপনার মনুষত্ববোধের জন্য বড়োই করুণা হচ্ছে। ধিক আপনাদের মিথ্যা রুচি কৌশল আর প্রলাপকে। ধিক আপনাদের অসৎ মতলবকে। আর ধিক আপনাদের কর্পোরেটগিরি আর ধোকাবাজীকে।
আমরা বিজ্ঞাপন খপ্পরের দুঃসহ নির্যাতন থেকে বাঁচতে চাই।
আমরা আইন অমান্যকারী বিজ্ঞাপনদাতা, বিজ্ঞাপন নির্মাতা ও বিজ্ঞাপন প্রচারকারীরদের ধিক্কার জানাই। আর তাদের প্রচলিত আইনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে অনুরোধ জানাই। নতুবা বিজ্ঞাপনের জন্য একটি আলাদা মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর চাই, যেটি বিএসটিআই মার্কা কিছু নয়, সত্যি সত্যি বিজ্ঞাপন আইন দেখাশুনা করবে। সবার উপরে মানুষ সত্য, বিজ্ঞাপনে আমরা যেনো তা সবাই মানতে বাধ্য হই। এটাই সরকার, সকল প্রতিষ্ঠান, বিজ্ঞাপনদাতা, বিজ্ঞাপন-নির্মাতা, বিজ্ঞাপন-প্রচারকারী ও সংশ্লিষ্ট সকলের কাছে প্রত্যাশা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।