আকাশের যতো ভাবনা আছে আমি ভাবতে পারি না, আকাশ যতো উদার আমি ততো উদার হতে পারি না, আমি প্রকৃতির মতো সচ্ছ্ব হতে পারি না, আমার ভাবনাগুলো গুলিয়ে থাকে আকাশের উড়ো উড়ো মেঘের মতো, স্বপ্নগুলো ভাসতে থাকে সাগরের ফেনিয়ে উঠা ফেনার মতো, আর চিন্তাগুলো ছড়িয়ে থাকে নদীর তল দ ভোর সকালে সূর্য হাসে ঘাসের ডগা শিষে , সোনা রোদে ঝিকিয়ে ওঠে আলতো মায়ায় মিশে । কৃষাণ-মজুর ছুটছে দেখ লাঙল কাঁধে বয়ে , কুয়াশাসব পালিয়েছে সূর্যোলোকের ভয়ে । ভাটিয়ালী সুর ধরে ঐ পাল তুলেছে মাঝি , ফুলগুলি সব হেসে ওঠে বধুর সাজে সাজি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।