আমাদের কথা খুঁজে নিন

   

৪১তম জন্মদিবসে এই অক্ষমের পক্ষ থেকে অনেক ভালোবাসা মা। আমার প্রথম ফেইসব্লগিং।

দুর্ভাগ্যক্রমে কিছুদিন আগে এলাকার এক বন্ধুর সাথে গিয়ে পরেছিলাম বনানীতে "ইয়ো জেনারেশন" এর এক আড্ডায়...অভিজ্ঞতা টা যে খুব বেশি সুখকর হয়নি তা বলাই বাহুল্য। আলোচনা Cristiano Ronaldo, Leonel Messi,Zlatan Ibrahimovic,Rihanna,Avril Lavigne ইত্যাদি হয়ে হঠাত Lamorgini,Bugatti'তে ঠেকল। শুরু হল বাংলাদেশে কেন সুপারকারস নাই তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ। ক্রমেই মঞ্চ আরও উত্তপ্ত হয়ে উঠল। সবাইকেই দেখলাম জন্মসুত্রে বাং লাদেশি পরিচয় নিয়ে যারপরনাই লজ্জিত।

একজন ইনিয়ে বিনিয়ে নানান ভাবে বর্ণনা করল কিভাবে পাপা'র ভেটোর কারনে States যেতে পারলনা। ক্লেদাক্ত নোংরা এই দেশে থাকতে তাদের বড়ই কষ্ট হয়। অবাক হয়ে ভাবি এদের কয়েক পুরুষ আগে কেউ একজন হয়ত জমিতে ধান ফলাত। অথচ ইংলিশ এক্সেন্ট এ বাংলা বলা আজ এদের স্ট্যাটাস ফ্যাক্টর!!!এভাবে কি একটি "বুদ্ধিপ্রতিবন্ধি প্রজন্ম" গড়ে উঠছে না। যাদের জীবনে Glamorটাই সব...!! যাদের কাছে দরিদ্র এই দেশে থাকার চেয়ে American দের Nigger ডাকটাও অনেক বেশি আকাঙ্খিত।

যাদের কাছে আমেরিকার এক স্কুলে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ নিতান্তই একটা Fluke!!অথচ রাস্তায় দাড়িয়ে অভুক্ত এক কঙ্কালসার শিশুর কান্না গা ঘিনঘিনে এক দৃশ্য। আজ থেকে ৪১ বছর আগে আমাদের মতন তরুণদের হাতেই জন্মেছিল দেশটি। দেশটিকে একটি স্বাস্থ্যকর কৈশোর দেয়ার দায়িত্বটা কি আমাদের কাধেই বর্তায় না(৪১ বছর একটা দেশের জন্য কৈশোর'ই বলা চলে) !!! ৪১তম জন্মদিবসে এই অক্ষমের পক্ষ থেকে অনেক ভালোবাসা মা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.