আমাদের কথা খুঁজে নিন

   

৪১তম স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ এলাকায় রচিত হলো নতুন ইতিহাস

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি ৪১তম স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ এলাকায় রচিত হলো নতুন ইতিহাস তবে সে ইহিতাস গৌরবের নয়; সে ইতিহাস লজ্জার, হানাহানির। আজ ২৬ মার্চ সোমবার সকালে দফায় দফায় সংঘর্ষে গোটা এলাকা কিছুক্ষণের জন্য রণক্ষেত্রে পরিণত হয়। ভাংচুর করা হয় অর্ধশতাধিক গাড়ি। জনগণ যখন শ্রদ্ধায় ও ভালোবাসায় স্বাধীনতার মহান দিবস ও জাতীয় দিবসকে পালন করছে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে। বিদেশী অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব যখন শ্রদ্ধা জানাচ্ছে স্মৃতি সৌধে ঠিক তখনই আগে ফুল দেওয়াকে কেন্দ্র করে সাভার জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

হয়েছে দফায় দফায় সংঘর্ষ, ভাংচুর আর নিজেদের মধ্যে সংষর্ঘে জড়িয়েছে জাতীয় পার্টির দুটি পক্ষও। সকাল সোয়া ৮টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ স্মৃতিসৌধে প্রবেশ করলে দলের দুটি পক্ষ ফুল দেওয়া নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গাজীপুর-ঢাকা সড়কে প্রায় অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করা হয় এ সময়। সংর্ঘষ চলাকালে বিএনপির প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির নেতা সেলিমা রহমান, খায়রুল কবির খোকন, ইলিয়াস আলীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিসৌধের প্রধান ফটকের বাইরে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতার আসার অপেক্ষায় ছিলেন। খালেদা জিয়া স্মৃতিসৌধে প্রবেশ করেন ৬টা ৪০ মিনিটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৬টায় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধে প্রবেশের পরপরই প্রধান ফটকের বাইরে লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা। নবীনগর পেট্রোল পাম্পের সামনে বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন বাবুর সমর্থক এবং ক্ষমতাসীন দলের সাংসদ তৌহিদ জং মুরাদের সমর্থকরা লাঠিসোটা নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। স্বাধীনতা ও জাতিয় দিবসে রাজনৈতিক হানাহানির এই ইতিহাস জাতির জন্য লজ্জার ও কলঙ্কের। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.